রংপুর প্রতিনিধি
রংপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণ করার সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের এক সহকারী পরিচালককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ রোববার বিকেলে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। তাঁর বাড়ি লালমনিরহাটে। চাকরির সুবাদে রংপুরের টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার একটি একতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন জাফরুল হাসান জুয়েল।
ওই নারী ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে জাফরুল হাসান জুয়েলকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই নারীর স্বামী বলেন, ‘বিকেলে আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। একপর্যায়ে দেখেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করা হচ্ছে। সে চিৎকার দিয়ে বাথরুমের বাইরে চলে আসে। তাৎক্ষণিকভাবে আমি বাসা থেকে বের হতেই দেখি জাফরুল হাসান দৌড়ে পালাচ্ছে। রাস্তায় স্থানীয় লোকজন তাকে আটক করে। এরপর তাকে আমরা পুলিশে দিই।’
এই ব্যক্তি আরও বলেন, ‘তার কাছে মোবাইল চেক করে দুটা ভিডিও পাওয়া গেছে। একটি দেড় মিনিট ও একটি দুই মিনিটের ভিডিও। এটা বলতেও খারাপ লাগতেছে। আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘একজন ব্যক্তি ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেয়, মুন্সিপাড়া এলাকায় জুয়েল নামের ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে আমরা সেখানে যাই।’
ওসি জানান, জুয়েলকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএডিসি (বীজ বিপণন) রংপুরের উপপরিচালক মাসুদ সুলতান আজকের পত্রিকাকে সেলফোনে বলেন, ‘জাফরুল হাসান জুয়েল বিএডিসির সহকারী পরিচালক পদে রয়েছেন। ঘটনাটি আংশিক শুনেছি। আমরা বিষয়টি জানতে থানায় যাব।’
রংপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণ করার সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের এক সহকারী পরিচালককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ রোববার বিকেলে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। তাঁর বাড়ি লালমনিরহাটে। চাকরির সুবাদে রংপুরের টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার একটি একতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন জাফরুল হাসান জুয়েল।
ওই নারী ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে জাফরুল হাসান জুয়েলকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই নারীর স্বামী বলেন, ‘বিকেলে আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। একপর্যায়ে দেখেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করা হচ্ছে। সে চিৎকার দিয়ে বাথরুমের বাইরে চলে আসে। তাৎক্ষণিকভাবে আমি বাসা থেকে বের হতেই দেখি জাফরুল হাসান দৌড়ে পালাচ্ছে। রাস্তায় স্থানীয় লোকজন তাকে আটক করে। এরপর তাকে আমরা পুলিশে দিই।’
এই ব্যক্তি আরও বলেন, ‘তার কাছে মোবাইল চেক করে দুটা ভিডিও পাওয়া গেছে। একটি দেড় মিনিট ও একটি দুই মিনিটের ভিডিও। এটা বলতেও খারাপ লাগতেছে। আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘একজন ব্যক্তি ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেয়, মুন্সিপাড়া এলাকায় জুয়েল নামের ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে আমরা সেখানে যাই।’
ওসি জানান, জুয়েলকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএডিসি (বীজ বিপণন) রংপুরের উপপরিচালক মাসুদ সুলতান আজকের পত্রিকাকে সেলফোনে বলেন, ‘জাফরুল হাসান জুয়েল বিএডিসির সহকারী পরিচালক পদে রয়েছেন। ঘটনাটি আংশিক শুনেছি। আমরা বিষয়টি জানতে থানায় যাব।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে