রংপুর প্রতিনিধি
রংপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণ করার সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের এক সহকারী পরিচালককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ রোববার বিকেলে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। তাঁর বাড়ি লালমনিরহাটে। চাকরির সুবাদে রংপুরের টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার একটি একতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন জাফরুল হাসান জুয়েল।
ওই নারী ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে জাফরুল হাসান জুয়েলকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই নারীর স্বামী বলেন, ‘বিকেলে আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। একপর্যায়ে দেখেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করা হচ্ছে। সে চিৎকার দিয়ে বাথরুমের বাইরে চলে আসে। তাৎক্ষণিকভাবে আমি বাসা থেকে বের হতেই দেখি জাফরুল হাসান দৌড়ে পালাচ্ছে। রাস্তায় স্থানীয় লোকজন তাকে আটক করে। এরপর তাকে আমরা পুলিশে দিই।’
এই ব্যক্তি আরও বলেন, ‘তার কাছে মোবাইল চেক করে দুটা ভিডিও পাওয়া গেছে। একটি দেড় মিনিট ও একটি দুই মিনিটের ভিডিও। এটা বলতেও খারাপ লাগতেছে। আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘একজন ব্যক্তি ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেয়, মুন্সিপাড়া এলাকায় জুয়েল নামের ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে আমরা সেখানে যাই।’
ওসি জানান, জুয়েলকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএডিসি (বীজ বিপণন) রংপুরের উপপরিচালক মাসুদ সুলতান আজকের পত্রিকাকে সেলফোনে বলেন, ‘জাফরুল হাসান জুয়েল বিএডিসির সহকারী পরিচালক পদে রয়েছেন। ঘটনাটি আংশিক শুনেছি। আমরা বিষয়টি জানতে থানায় যাব।’
রংপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণ করার সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের এক সহকারী পরিচালককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ রোববার বিকেলে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। তাঁর বাড়ি লালমনিরহাটে। চাকরির সুবাদে রংপুরের টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার একটি একতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন জাফরুল হাসান জুয়েল।
ওই নারী ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে জাফরুল হাসান জুয়েলকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই নারীর স্বামী বলেন, ‘বিকেলে আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। একপর্যায়ে দেখেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করা হচ্ছে। সে চিৎকার দিয়ে বাথরুমের বাইরে চলে আসে। তাৎক্ষণিকভাবে আমি বাসা থেকে বের হতেই দেখি জাফরুল হাসান দৌড়ে পালাচ্ছে। রাস্তায় স্থানীয় লোকজন তাকে আটক করে। এরপর তাকে আমরা পুলিশে দিই।’
এই ব্যক্তি আরও বলেন, ‘তার কাছে মোবাইল চেক করে দুটা ভিডিও পাওয়া গেছে। একটি দেড় মিনিট ও একটি দুই মিনিটের ভিডিও। এটা বলতেও খারাপ লাগতেছে। আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘একজন ব্যক্তি ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেয়, মুন্সিপাড়া এলাকায় জুয়েল নামের ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে আমরা সেখানে যাই।’
ওসি জানান, জুয়েলকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএডিসি (বীজ বিপণন) রংপুরের উপপরিচালক মাসুদ সুলতান আজকের পত্রিকাকে সেলফোনে বলেন, ‘জাফরুল হাসান জুয়েল বিএডিসির সহকারী পরিচালক পদে রয়েছেন। ঘটনাটি আংশিক শুনেছি। আমরা বিষয়টি জানতে থানায় যাব।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে