পাবনা প্রতিনিধি
পাবনায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার ডাকাতির অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার হয়েছে। তাঁরা অপরাধবিষয়ক টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’ দেখে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কৌশল শিখেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের লিখন হাসান (২৪), রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল বাকি অনিক (২২) ও পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের আবুল বাশার (২১)।
তাঁদের মধ্যে লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে; অনিক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। আর বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার রাতে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার সাংবাদিকদের বিস্তারিত জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় একটি চ্যানেলের অনুষ্ঠান ক্রাইম পেট্রল দেখে গ্রেপ্তার শিক্ষার্থীরা ছিনতাই-ডাকাতির কৌশল শেখেন। তাঁরা আরও কয়েকটি বাসায় ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেনন, ‘গত ১০ জানুয়ারি পাবনা শহরের এক বাসায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। পরদিন দুপুরে তাঁরা পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে আরেকটি বাসায় ঢুকে এক গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।’
মাসুদ আলম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গতকাল পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।
পাবনায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার ডাকাতির অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার হয়েছে। তাঁরা অপরাধবিষয়ক টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’ দেখে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কৌশল শিখেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের লিখন হাসান (২৪), রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল বাকি অনিক (২২) ও পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের আবুল বাশার (২১)।
তাঁদের মধ্যে লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে; অনিক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। আর বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার রাতে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার সাংবাদিকদের বিস্তারিত জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় একটি চ্যানেলের অনুষ্ঠান ক্রাইম পেট্রল দেখে গ্রেপ্তার শিক্ষার্থীরা ছিনতাই-ডাকাতির কৌশল শেখেন। তাঁরা আরও কয়েকটি বাসায় ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেনন, ‘গত ১০ জানুয়ারি পাবনা শহরের এক বাসায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। পরদিন দুপুরে তাঁরা পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে আরেকটি বাসায় ঢুকে এক গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।’
মাসুদ আলম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গতকাল পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪