Ajker Patrika

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁসের পর সার্ভেয়ারকে বদলি

রাজশাহী প্রতিনিধি
ঘুষ নেওয়ার ভিডিও ফাঁসের পর সার্ভেয়ারকে বদলি

বৃদ্ধ কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস হওয়ার পর রাজশাহীর তানোর ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমার পোদ্দারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার সই করা এক আদেশে গতকাল রোববার তাঁকে নাটোরের নলডাঙ্গা ভূমি অফিসে বদলি করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৮ এপ্রিলের মধ্যে সার্ভেয়ার পুলক কুমার পোদ্দারকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। ২৭ এপ্রিল তিনি তানোর ভূমি অফিস থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। 

উল্লেখ্য, সম্প্রতি জমি খারিজ করে দেওয়ার জন্য এক বৃদ্ধ কৃষকের কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ নেন সার্ভেয়ার পুলক কুমার পোদ্দার। এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে গত বৃহস্পতিবার (২১ এপ্রিল)।

এ নিয়ে গত শনিবার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। এতে উঠে আসে, তানোর উপজেলা সদর ও মুণ্ডুমালা পৌর সদরসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের জায়গা বরাদ্দে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন পুলক কুমার পোদ্দার। জেলা প্রশাসক (ডিসি), ইউএনও এবং উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নাম ভাঙিয়ে টাকা তুলছেন। এলাকার অনেকেই এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন। 

ভিডিও ছড়িয়ে পড়ার পর গত শুক্রবারই জেলা প্রশাসক আবদুল জলিল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। গতকাল রোববার তদন্ত কর্মকর্তা তাঁর কার্যালয়ে ডেকে সদ্য বদলি হওয়া সার্ভেয়ারকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি কথা বলেছেন তানোরের ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথের সঙ্গেও। 

বদলির বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক আজ দুপুরে বলেন, পুলকের পোদ্দারের বদলির বিষয়টি তিনি জানেন না। তবে তাঁর তদন্ত কাজ এখনও শেষ হয়নি। প্রাথমিক তদন্তেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত