Ajker Patrika

সিরাজগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০৬
সিরাজগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় মঞ্জিল শেখ নামে এক অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে সলঙ্গা থানার দেশ ইটভাটা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁকে হত্যার পর অটোরিকশা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মিশুকচালক মঞ্জিল শেখ জেলার সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, দুই দিন আগে মিশুক গাড়ি নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মঞ্জিল শেখ। শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুঁইয়াগাতি দেশ ইটভাটা এলাকায় তাঁর হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন,  ধারণা করা হচ্ছে, মিশুক ছিনতাই করার জন্য চালককে হত্যা করা হয়েছে। চালককে হত্যার পর গাড়ি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত