Ajker Patrika

শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ যুবকের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৬: ২১
শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ যুবকের মৃত্যুদণ্ড

বগুড়ার ধুনটে এক শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা মামলায় চার যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২। আজ রোববার দুপুর ১২টার দিকে জনাকীর্ণ আদালতে আসামি ও বাদীপক্ষের লোকজনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর। 

আসামিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার নছরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাপ্পী আহম্মেদ, দলিল উদ্দিনের ছেলে কামাল পাশা, ছানোয়ার হোসেনের ছেলে শামিম রেজা ও মৃত সাহেব আলীর ছেলে লাভলু শেখ। 

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ধুনট থানার নছরতপুর গ্রামের বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মরিয়ম ডেইজি গার্মেন্টসকর্মী হওয়ায় ঢাকায় বসবাস করেন। তাঁদের একমাত্র শিশু মেয়ে মাহি উম্মে তাবাছুম (৭) গ্রামে দাদা-দাদির কাছে থাকত। গত ২০২০ সালের ১৪ ডিসেম্বর রাতে বাদীর পরিবারের সবাই নছরতপুর পশ্চিমপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে অংশ নিতে যান। রাত ১০টার দিকে তাবাছুম ওয়াজ মাহফিল থেকে দোকানে মিষ্টি কিনতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত দেড়টার দিকে গ্রামের একটি বাঁশঝাড়ে তাবাছুমের মরদেহ পাওয়া যায়। 

পরদিন ১৫ ডিসেম্বর ধুনট থানায় বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন। পরবর্তী সময়ে গত বছরের ২৫ নভেম্বর ধুনট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক মামলাটির তদন্ত শেষে আদালতে চারজনের নামে অভিযোগপত্র দাখিল করেন। 

বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) আশেকুর রহমান বলেন, আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করায় বাদীপক্ষ খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত