Ajker Patrika

পাঁচবিবিতে পটল খেত থেকে বিপুল গাঁজার গাছ উদ্ধার

প্রতিনিধি, পাঁচবিবি
Thumbnail image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি পটল খেত থেকে বিপুল পরিমান গাঁজা গাছ জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ কারা হয়। এ সময় গাঁজা চাষ করার অপরাধে আরঞ্জন খালকো (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরঞ্জন খালকো উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় গ্রামের শাকলু খালকোর ছেলে।

জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি শাহেদ আল-মামুন জানান, উপজেলার পলাশগড় এলাকায় একটি পটল খেতে গাঁজার চাষবাদ হচ্ছে– এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা গাছ জব্দ করা হয়। সবগুলোর ওজন প্রায় ৪৪ কেজি, আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

 ওসি আরও জানান, গ্রেপ্তার আরঞ্জন খালকোকে মাদক মামলায় পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত