Ajker Patrika

ইমো হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ৫

নাটোর ও লালপুর প্রতিনিধি
ইমো হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ৫

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর (চিনির বটতলা) এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের ইমো হ্যাকিং চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১১টি সিমসহ পাঁচটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ওই হ্যাকারদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন–রামকৃষ্ণপুর পূর্বপাড়ার রহিমের ছেলে শাকিল আহমেদ (২৩), নাজিম উদ্দিনের ছেলে সেলিম আলী (২০), জিয়ারুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (১৯) ; মহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার নাজিম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৮) ও শফিকুল ইসলামের ছেলে মুহাইমিনুল (২৭)। 

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতেন। এরপর ইমো সফটওয়্যারে অবৈধভাবে প্রবেশ করে মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করতেন। নিজ পরিচয় গোপন করে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন এবং প্রতারণার মাধ্যমে কৌশলে ভুক্তভোগীদের পরিচিতজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে অর্থ হাতিয়ে নিতেন। 

ফরহাদ হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত