নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
র্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। র্যাব তাঁকে আটকের একদিন পর রাজশাহীর রাজপাড়া থানায় এ মামলা হয়। গত ২৩ মার্চ বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হক।
আগের দিন ২২ মার্চ রাত সাড়ে ৯টায় জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে র্যাব। ২৪ মার্চ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। বিষয়টি নিয়ে কথা বলতে এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মামলার বিষয়ে নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘এনামুল হক মামলার এজাহারে এই অভিযোগ এনেছেন যে, জেসমিন তাঁর নামে ফেসবুকে একটি আইডি খুলেছিলেন। সেই আইডি দিয়ে তিনি প্রতারণা করছিলেন। জেসমিনের নাম উল্লেখ করেই মামলাটি করা হয়।’
এনামুল হক কীভাবে নিশ্চিত হলেন যে জেসমিনই ভুয়া আইডি খুলেছিলেন, এমন প্রশ্নে রুহুল আমিন বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না। এ ব্যাপারে আমাদের কোনো অনুসন্ধান নেই। র্যাব হয়তো তদন্ত করছিল, তারা বলতে পারে।’
জেসমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল কি না জানতে চাইলে ইন্সপেক্টর রুহুল আমিন বলেন, ‘আমরা তো আসামি পাইনি। র্যাব নিয়ে এসে হাসপাতালে রেখেছিল। আমাদের তো দেয়নি। তাই গ্রেপ্তার দেখানো হয়নি। তবে মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে এই মামলার মাধ্যমেই। আলাদা কোনো মামলা হয়নি।’
আরও খবর পড়ুন:
র্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। র্যাব তাঁকে আটকের একদিন পর রাজশাহীর রাজপাড়া থানায় এ মামলা হয়। গত ২৩ মার্চ বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হক।
আগের দিন ২২ মার্চ রাত সাড়ে ৯টায় জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে র্যাব। ২৪ মার্চ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। বিষয়টি নিয়ে কথা বলতে এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মামলার বিষয়ে নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘এনামুল হক মামলার এজাহারে এই অভিযোগ এনেছেন যে, জেসমিন তাঁর নামে ফেসবুকে একটি আইডি খুলেছিলেন। সেই আইডি দিয়ে তিনি প্রতারণা করছিলেন। জেসমিনের নাম উল্লেখ করেই মামলাটি করা হয়।’
এনামুল হক কীভাবে নিশ্চিত হলেন যে জেসমিনই ভুয়া আইডি খুলেছিলেন, এমন প্রশ্নে রুহুল আমিন বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না। এ ব্যাপারে আমাদের কোনো অনুসন্ধান নেই। র্যাব হয়তো তদন্ত করছিল, তারা বলতে পারে।’
জেসমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল কি না জানতে চাইলে ইন্সপেক্টর রুহুল আমিন বলেন, ‘আমরা তো আসামি পাইনি। র্যাব নিয়ে এসে হাসপাতালে রেখেছিল। আমাদের তো দেয়নি। তাই গ্রেপ্তার দেখানো হয়নি। তবে মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে এই মামলার মাধ্যমেই। আলাদা কোনো মামলা হয়নি।’
আরও খবর পড়ুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫