Ajker Patrika

সহযোগীদের হাতেই খুন হয়েছেন বগুড়ার শীর্ষ সন্ত্রাসী নয়ন: পুলিশ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৭: ১৬
সহযোগীদের হাতেই খুন হয়েছেন বগুড়ার শীর্ষ সন্ত্রাসী নয়ন: পুলিশ

বগুড়ার গাবতলীর শীর্ষ সন্ত্রাসী ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে (৩২) মাদকের আসরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের দেবত্তরপাড়ায় ত্রিমোহনী এলাকায় একটি বাঁশঝাড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত নয়ন গাবতলীর মরিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা সেবনের সরঞ্জাম ও কয়েকটি কাঠের বাটাম উদ্ধার করেছে। 

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর গোলাবাড়ী বাজার থেকে নয়ন তাঁরই কয়েক সহযোগীর সঙ্গে দেবত্তর গ্রামের দিকে যান। এর আধা ঘণ্টা পরই দেবত্তর গ্রামের ত্রিমোহনী এলাকায় একটি বাঁশঝাড়ে নয়নকে রাম দা দিয়ে মাথা, ঘাড়, হাতসহ বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান তাঁর সহযোগীরা। খবর পেয়ে পুলিশ বাঁশঝাড় থেকে নয়নের মরদেহ উদ্ধার করে। 

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়ন এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার নামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে গাবতলী মডেল থানায় ১৯টি মামলা রয়েছে। তিনি ছয় মাস আগে জামিনে বের হয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। সহযোগীদের হাতেই নয়ন খুন হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। 

পুলিশের এই পরিদর্শক বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। জড়িতদের শনাক্ত করা গেলেও আটক করা যায়নি। বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত