রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অপহরণের পর ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
গত শুক্রবার রাত ১০টায় নগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বর এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ।
উদ্ধার হওয়া রাবি শিক্ষার্থী রাজশাহীর গোদাগাড়ী থানার চান্দলাই গ্রামের মৃত অসীম কুমার বর্মণের ছেলে রাতুল কুমার বর্মণ। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে গ্রেপ্তার হওয়া ৫ যুবক হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর হিন্দুপাড়ার পবন সরকার উদয় (১৯), রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার মো. দাউদ ইব্রাহিম সাফি (২২), একই এলাকার মো. পলাশ কবির (২৬), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পালপাড়ার প্রবীণ পাল রুদ্র (২০) এবং একই এলাকার ওয়াহিদুর রহমান নুর (২০)।
খোঁজ নিয়ে জানা গেছে, ছোট ভাইয়ের জন্য মেস খুঁজতে গিয়ে রাবি শিক্ষার্থী রাতুলের সঙ্গে আসামি পবন সরকারের মোবাইল ফোনে পরিচয় হয়। ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পবন রাতুলকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বরে আসতে বলেন।
পরে রাতুল সেখান থেকে চলে যেতে চাইলে পবনের সহযোগী দাউদ ইব্রাহিম ও পলাশ তাঁকে অপহরণ করেন। অপহরণের পর তাঁকে হড়গ্রাম বাজারের দাউদ ইব্রাহিমের একতলা ভবনের নিচতলার একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাঁকে মুক্তিপণের দাবিতে নির্যাতন করেন অপহরণকারীরা।
ঘটনার দিন রাত নয়টায় রাতুলের মোবাইল ফোন থেকে তাঁর মাকে কল করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন পবন। এ সময় রাতুলের মা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু মুক্তিপণের বাকি টাকার জন্য রাতুলকে অপহরণকারীরা শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।
তখন বিষয়টি পুলিশকে জানায় রাতুলের পরিবার। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহরণকারী ৫ জনকে গ্রেপ্তার এবং রাতুলকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, `গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার ও রাতুলকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অপহরণের পর ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
গত শুক্রবার রাত ১০টায় নগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বর এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ।
উদ্ধার হওয়া রাবি শিক্ষার্থী রাজশাহীর গোদাগাড়ী থানার চান্দলাই গ্রামের মৃত অসীম কুমার বর্মণের ছেলে রাতুল কুমার বর্মণ। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে গ্রেপ্তার হওয়া ৫ যুবক হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর হিন্দুপাড়ার পবন সরকার উদয় (১৯), রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার মো. দাউদ ইব্রাহিম সাফি (২২), একই এলাকার মো. পলাশ কবির (২৬), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পালপাড়ার প্রবীণ পাল রুদ্র (২০) এবং একই এলাকার ওয়াহিদুর রহমান নুর (২০)।
খোঁজ নিয়ে জানা গেছে, ছোট ভাইয়ের জন্য মেস খুঁজতে গিয়ে রাবি শিক্ষার্থী রাতুলের সঙ্গে আসামি পবন সরকারের মোবাইল ফোনে পরিচয় হয়। ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পবন রাতুলকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বরে আসতে বলেন।
পরে রাতুল সেখান থেকে চলে যেতে চাইলে পবনের সহযোগী দাউদ ইব্রাহিম ও পলাশ তাঁকে অপহরণ করেন। অপহরণের পর তাঁকে হড়গ্রাম বাজারের দাউদ ইব্রাহিমের একতলা ভবনের নিচতলার একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাঁকে মুক্তিপণের দাবিতে নির্যাতন করেন অপহরণকারীরা।
ঘটনার দিন রাত নয়টায় রাতুলের মোবাইল ফোন থেকে তাঁর মাকে কল করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন পবন। এ সময় রাতুলের মা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু মুক্তিপণের বাকি টাকার জন্য রাতুলকে অপহরণকারীরা শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।
তখন বিষয়টি পুলিশকে জানায় রাতুলের পরিবার। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহরণকারী ৫ জনকে গ্রেপ্তার এবং রাতুলকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, `গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার ও রাতুলকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫