Ajker Patrika

মেস খুঁজতে গিয়ে অপহরণের শিকার রাবি শিক্ষার্থী, মুক্তিপণ দিয়ে পেলেন ছাড়া

রাবি প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৮: ৪৩
মেস খুঁজতে গিয়ে অপহরণের শিকার রাবি শিক্ষার্থী, মুক্তিপণ দিয়ে পেলেন ছাড়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অপহরণের পর ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

গত শুক্রবার রাত ১০টায় নগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বর এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ।

উদ্ধার হওয়া রাবি শিক্ষার্থী রাজশাহীর গোদাগাড়ী থানার চান্দলাই গ্রামের মৃত অসীম কুমার বর্মণের ছেলে রাতুল কুমার বর্মণ। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে গ্রেপ্তার হওয়া ৫ যুবক হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর হিন্দুপাড়ার পবন সরকার উদয় (১৯), রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার মো. দাউদ ইব্রাহিম সাফি (২২), একই এলাকার মো. পলাশ কবির (২৬), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পালপাড়ার প্রবীণ পাল রুদ্র (২০) এবং একই এলাকার ওয়াহিদুর রহমান নুর (২০)।

খোঁজ নিয়ে জানা গেছে, ছোট ভাইয়ের জন্য মেস খুঁজতে গিয়ে রাবি শিক্ষার্থী রাতুলের সঙ্গে আসামি পবন সরকারের মোবাইল ফোনে পরিচয় হয়। ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পবন রাতুলকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বরে আসতে বলেন।

পরে রাতুল সেখান থেকে চলে যেতে চাইলে পবনের সহযোগী দাউদ ইব্রাহিম ও পলাশ তাঁকে অপহরণ করেন। অপহরণের পর তাঁকে হড়গ্রাম বাজারের দাউদ ইব্রাহিমের একতলা ভবনের নিচতলার একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাঁকে মুক্তিপণের দাবিতে নির্যাতন করেন অপহরণকারীরা।

ঘটনার দিন রাত নয়টায় রাতুলের মোবাইল ফোন থেকে তাঁর মাকে কল করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন পবন। এ সময় রাতুলের মা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু মুক্তিপণের বাকি টাকার জন্য রাতুলকে অপহরণকারীরা শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।

তখন বিষয়টি পুলিশকে জানায় রাতুলের পরিবার। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহরণকারী ৫ জনকে গ্রেপ্তার এবং রাতুলকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, `গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার ও রাতুলকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত