Ajker Patrika

বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০: ৫০
বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাবতলী মহিষাবান ইউনিয়নের দেবত্তরপাড়ায় ত্রিমোহনী এলাকায় নয়নকে হত্যা করা হয়। গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিরুল ইসলাম বলেন, নয়ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর নামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে গাবতলী মডেল থানায় ১৯টি মামলা রয়েছে। নয়ন ছয় মাস আগে জামিনে বের হয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। 

স্থানীয়রা জানান, জামিনে বের হয়ে নয়ন এলাকায় চাঁদাবাজি ছাড়াও বালু ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শনিবার সন্ধ্যার পর গোলাবাড়ী বাজার থেকে নয়নকে কয়েকজন যুবক ডেকে নিয়ে যান। এরপর তার বাড়ির অদূরে দেবত্তরপাড়া ত্রিমোহনী নামক স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটক করতে এলাকায় অভিযান শুরু করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত