Ajker Patrika

বগুড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, কবরস্থান থেকে লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৬
বগুড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, কবরস্থান থেকে লাশ উদ্ধার

বগুড়ায় তাজবীর হোসেন (১৬) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বগুড়া সদরের দশটিকা গ্রামের একটি কবরস্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত তাজবীর দশটিকা দক্ষিণপাড়ার তাজুল ইসলামের ছেলে। সে পেশায় ওয়ার্কশপের শ্রমিক ছিল।

তাজবীরের বাবা তাজুল ইসলাম বলেন, তাঁর ছেলে একই এলাকায় রফিকুল ইসলামের লেদ ওয়ার্কশপে কাজ করত। গতকাল সোমবার সকালে কাজে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও সন্ধ্যা থেকে বন্ধ ছিল। রাতভর বিভিন্ন স্থানে সন্ধান করে পাওয়া যায়নি। সকালে গ্রামের একটি কবরস্থানে লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিনুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সময় গ্রামের লোকজন ছাড়াও ওয়ার্কশপ মালিক রফিকুল সেখানে উপস্থিত ছিলেন। রফিকুল পুলিশকে জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার সন্ধ্যার আগে কাজ শেষে তাজবীর সেখান থেকে বের হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত