Ajker Patrika

মসজিদে ইফতার বিতরণের সময় হামলা, আহত ৫

রাজশাহী প্রতিনিধি
মসজিদে ইফতার বিতরণের সময় হামলা, আহত ৫

রাজশাহীতে ইফতার বিতরণকে কেন্দ্র করে নগরীর শিরোইল মোল্লা মিল এলাকার মসজিদে সন্ত্রাসী হামলায় মুসল্লিসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিনহাজুল ইসলাম নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক দুরুল হোদা এ অভিযোগ করেছেন। তিনি অভিযোগে জানান, শিরোইল বড় রাস্তা মসজিদের তিনি একজন উপদেষ্টা। শুক্রবার মসজিদে ইফতারির আয়োজন করা হয়। মুসল্লি ও এলাকাবাসীর মাঝে ইফতারি বিতরণের সময় অমিত হাসান, মমিন ইসলাম, জয় ও শান্তর নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী কায়দায় মসজিদের ভেতরে ঢুকে পড়ে। তাঁরা ইফতার বিতরণকাজে নিয়োজিত যুবলীগ নেতা দুরুল হোদা ও তাঁর ছেলে মিনহাজুল ইসলামসহ মুসল্লিদের মারধর শুরু করে। 

ইফতারির সময় এমন আকস্মিক হামলায় মুসল্লিরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে মুসল্লিরা প্রতিরোধ করলে হামলকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে অমিত ইসলাম মহানগর যুবলীগ সভাপতি রমজান আলীর গাড়িচালক বলে জানা গেছে। মুসল্লিরা জানান, ইফতার অনুষ্ঠানে নেতৃত্ব দিতে না দেওয়ায় ব্যক্তি আক্রোশে মসজিদে এই হামলা করা হয়েছে। এ হামলায় মিনহাজুল ইসলামের একটি চোখে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘যুবলীগ নেতা দুরুল হোদা বাদী হয়ে মসজিদে ইফতারি অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত