Ajker Patrika

মোবাইল ছিনতাই হওয়ার পর নিজেই যুক্ত হন ছিনতাই চক্রে

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২২: ২২
মোবাইল ছিনতাই হওয়ার পর নিজেই যুক্ত হন ছিনতাই চক্রে

ক্রেতা সেজে ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেন নূর কবীর শাকিল। অর্ডারের এসএমএস গেছে কি না যাচাই করার কথা বলে খাবার পৌঁছে দিতে আসা ডেলিভারি বয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। এভাবেই ডেলিভারি বয়দের স্মার্টফোন ছিনতাই করতেন শাকিল ও তাঁর চক্রের সদস্যরা। 

বগুড়া শহরের জামিল নগর দক্ষিণ পাড়ায় শাকিলের ভাড়া বাসা থেকে এভাবে ছিনতাই করা তিনটি আইফোন, ৩৩টি আইফোনের কভার এবং আইফোনের ৬০টি যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। ফুড ডেলিভারি কোম্পানির একটি ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয়।

এই চক্রের মূল হোতা নূর কবীর শাকিলসহ (২৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুজন হলেন—বগুড়ার শাজাহানপুরের বিল্লালের ছেলে স্বাধীন (২০) এবং সাকী আব্বাসীর ছেলে সাদী আব্বাসী (২০)। আর গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোকলেছুর রহমানের ছেলে নূর কবীর শাকিল। 

তাঁদের নামে শাহজাহানপুর থানায় মামলা করে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে জেলার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের রানীরহাট বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, একসময় ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন শাকিল। খাবার ডেলিভারি দিতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে নিজের মোবাইল ফোনটি হারিয়েছিলেন। পরে ডেলিভারি বয়ের কাজ ছেড়ে দিয়ে নিজেই এই কৌশলে মোবাইল ছিনতাই শুরু করেন। যুক্ত হন মোবাইল ছিনতাইকারী ও চোর চক্রের সঙ্গে। ফুড ডেলিভারির ক্রেতা সেজে এবং অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির কথা বলে বিভিন্ন জায়গায় গ্রাহকদের ডেকে স্মার্টফোন ছিনিয়ে নেয় চক্রটি। এ ছাড়া নানা কৌশলে মোবাইল ছিনতাই এবং চুরি করে চক্রের সদস্যরা। 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘বেশ কিছুদিন হলো খবর পাওয়া যাচ্ছিল—শাজাহানপুরের বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ছিনতাই করা হচ্ছে। পুলিশের বিভিন্ন টিম মোবাইল ছিনতাইয়ের এই চক্রকে ধরার জন্য তৎপর হয়। একপর্যায়ে জেলা পুলিশের জালে আটক হয় শাকিল, স্বাধীন ও সাদী নামের চোর চক্রের তিন সদস্য। এ সময় তাঁদের কাছ থেকে দুটি আইফোন ও একটি ভিভো স্মার্টফোন এবং অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।’ 

পুলিশ সুপার জানান, তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সদরের জামিলনগর দক্ষিণপাড়ায় ওই চক্রের মাস্টারমাইন্ড নূর কবীর শাকিলের ভাড়া বাসায় তল্লাশি করে একটি ফুড ডেলিভারি কোম্পানির খাবারের ব্যাগ থেকে চোরাই ও ছিনতাই করা তিনটি আইফোন, আইফোনের ৩৩টি কভার এবং আইফোনের ৬০টি যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 

মোবাইল ছিনতাই ও চোর চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত