Ajker Patrika

ভোলাহাটের ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ মহিলা ভাইস চেয়ারম্যানের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬: ৩৭
ভোলাহাটের ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ মহিলা ভাইস চেয়ারম্যানের

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাস্সুমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন। আজ রোববার দুপুরে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বলেন, ‘ইউএনও তাবাস্সুম ভোলাহাটে যোগদানের পর থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা পরিষদের সব প্রকল্প একাই নিয়েছেন। তিনি উপজেলা পরিষদের সমন্বয়সভায় অনুমোদন না নিয়ে রেজুলেশনে উঠিয়ে পরিষদের রাজস্ব অনিয়মের মাধ্যমে ব্যয় করেছেন।’

ইউএনওর কোয়ার্টারের ক্লোজড সার্কিট ক্যামেরা মেরামতের নামে দেড় লাখ টাকা এবং পুকুর সংস্কারের নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প থেকে প্রায় ৪২ লাখ টাকা ইউএনও আত্মসাৎ করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ।

ওই সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ ইউএনওর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কর্তৃপক্ষের প্রতি।

অভিযোগের বিষয়ে ইউএনও উম্মে তাবাস্সুম বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মনগড়া তথ্য দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ। অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগগুলো তদন্ত হোক, তখন স্পষ্ট হবে বিষয়টি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত