Ajker Patrika

পিবিআই ছদ্মবেশে প্রতারণা, দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পিবিআই ছদ্মবেশে প্রতারণা, দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পিটিআইএর জ্যাকেট, স্টিকার, একটি হ্যান্ডকাফ ও একটি প্রাইভেটকার জব্দ করে। 

আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে রোববার চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বাইতুল মামুর ওয়াক্তিয়া মসজিদের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুল তলা গ্রামের মো. হাসনাত আলী (২৮) ও বারোঘরিয়া চাঁমাগ্রামের মো. আব্দুস সামাদ (২৬)। 

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ প্রতারক চক্র। তাঁরা পিবিআই ছদ্মবেশে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। সম্প্রতি এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে র‍্যাব তদন্ত করে দুই যুবককে গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, গ্রেপ্তাররা অভিযোগকারীর বাড়িতে গিয়ে ভুক্তভোগীকে না পেয়ে তাঁর স্ত্রী এবং সন্তানকে নির্যাতন করেন। পিবিআই জ্যাকেট এবং হ্যান্ডকাফসহ তাঁদের হুমকি দেন। পরে এই চক্রটি আবারও ভুক্তভোগীর বাড়িতে টাকা নিতে গেলে র‍্যাব তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত