Ajker Patrika

রাজশাহীতে হেরোইন পাচারের অপরাধে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে হেরোইন পাচারের অপরাধে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে হেরোইন পাচারের অপরাধে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে যুবককে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৩)। তাঁর বাড়ি রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর খড়বোনা এলাকায়। 

দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ২৫ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দীপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। তাঁর কাছ থেকে ৫৯০ গ্রাম হেরোইন ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করে। 

এন্তাজুল আরও জানান, হেরোইন পাচারের মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত