Ajker Patrika

শিশু ধর্ষণ মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
শিশু ধর্ষণ মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। 

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুল করিম খান। এ সময় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠু তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, অভিভাবক হাবিবুল্লাহ মেজবাহ, আব্দুল মান্নান শেখ, ফজলুল হক, আওয়ামী লীগ নেতা ফারুক শেখ, শিক্ষার্থী মারুফ, কেয়া, যুথী, রিয়াদ ও জিম। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি করেন। 

শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করছেন অভিভাবক ও এলাকাবাসীউল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন রাতে উপজেলার রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে (১১) তার দাদার বাড়িতে ধর্ষণ করে একই গ্রামের মজিদ শেখের ছেলে ফজল শেখ ও নয়ন শেখ। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত