Ajker Patrika

নারীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অপরাধে যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
নারীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অপরাধে যুবক গ্রেপ্তার

স্বামী পরিত্যক্তা ৩০ বছর বয়সী এক নারীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুজন কুমার রায় (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে বগুড়ার জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে এদিন ভোরে ঢাকার মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। গ্রেপ্তারকৃত সুজন বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হরিশংকর রায়। 

ডিবি সূত্রে জানা যায়, সুজন পেশায় কাপড় ব্যবসায়ী। অভিযোগকারী নারী শাড়ি ও পাঞ্জাবিতে ব্লক ও ডিজাইনের কাজ করতেন। ব্যবসায়ের সুবাদে প্রায় দুই বছর আগে তাঁদের পরিচয় হয়। পরিচয়ের বছরখানেক পর তাঁরা প্রেমে জড়িয়ে পড়েন। এর মধ্যে সুজন বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকায় তাঁর এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ওই নারীকে এনে বিয়ের প্রলোভন দিয়ে ঘনিষ্ঠ হন। সে সময় কৌশলে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করেন সুজন। এরপরেও তাঁরা আরও অনেকবার একে-অপরের সঙ্গে ঘনিষ্ঠ হন। একপর্যায়ে তাঁদের সম্পর্কের অবনতি ঘটলে সুজন সেই গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকেন। পরে ওই নারী বাধ্য হয়েই সুজনের সঙ্গে ঘনিষ্ঠ হতেন। সম্প্রতি অভিযুক্ত সুজন ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করেন। পরে ওই নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়। পরে তাকে মামলার আওতায় এনে গ্রেপ্তার দেখানো হয়। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, সুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত