Ajker Patrika

ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার, মুক্তির দাবি অভিভাবক-শিক্ষার্থীদের একাংশের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৮: ৫৪
ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার, মুক্তির দাবি অভিভাবক-শিক্ষার্থীদের একাংশের

পাবনার চাটমোহরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার পাঁচুরিয়া গ্রামে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষাথীদের একটি অংশ এ কর্মসূচির আয়োজন করে। শুরুতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। পরে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন। 

মানববন্ধনে বক্তারা রফিকুল ইসলাম লফিনের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করেছিলেন রফিকুল ইসলাম। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্কুলের কতিপয় শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের ভুল বুঝিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ছাত্রীদের উত্ত্যক্ত করার মিথ্যা অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। 

সেই অভিযোগে সম্প্রতি রফিকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—তা মিথ্যা ও বানোয়াট। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবি জানান তাঁরা। 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনছু, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুস সামাদ, অভিভাবক শফিকুল ইসলাম, আব্দুল আওয়াল, আলমগীর হোসেন, রেখা খাতুন, নবম শ্রেণির ছাত্রী তমা খাতুন প্রমুখ। 

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখন রফিকুলের দোষ ঢাকার জন্য, মামলার সাজা থেকে মওকুফ পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলা হচ্ছে। নিজেদের আত্মীয়স্বজন আর লোকজন ভাড়া করে এনে বিক্ষোভ মানববন্ধন করেছে তারা। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।’ 

উল্লেখ্য, পাঁচুরিয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের গ্রেপ্তার দাবিতে গত ২৪ জুন বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর একটি অংশ। ওই দিন রাতে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। পরদিন ২৫ জুন রাতে অভিযুক্ত রফিকুল ইসলাম লফিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত