Ajker Patrika

চারঘাটে দুই ভাইয়ের নিহতের ঘটনায় মামলা দায়ের, ৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চারঘাটে দুই ভাইয়ের নিহতের ঘটনায় মামলা দায়ের, ৬ জন কারাগারে

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের পর ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মামলা দুটি দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতরা হলেন-বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০)। আজিজুরের বাবা দেদার হোসেন ও আকরামের বাবা জেকের হোসেন ছিলেন আপন দুই ভাই। নিহত আবদুল আজিজ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।

জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বিকেলে চারঘাট উপজেলার বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত আটজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, গতকাল রাতেই আজিজের স্ত্রী রুবিনা বেগম থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় ২৭ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। পরে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সময়েই নিহত আকরামের স্ত্রী ময়মুনা বেগমও একটি মামলা দায়ের করেছেন। মামলায় ২১ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। পরে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ওই দুই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত