Ajker Patrika

পিবিআই পরিচয় দিয়ে যানবাহনে তল্লাশি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পিবিআই পরিচয় দিয়ে যানবাহনে তল্লাশি, গ্রেপ্তার ২

রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য পরিচয় দিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছ। গতকাল রোববার রাতে এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে কাটাখালী থানা-পুলিশ। আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—ওয়াহেদুল শেখ ওরফে অপু (৩২) ও গোলাম রসুল ওরফে রনক (৩৫)। অপুর বাড়ি নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় এবং রনক নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘কাটাখালীর চৌমুহনী বাজারে তাঁরা পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও মাথায় পুলিশের ক্যাপ পরে চারঘাটের টাংগনগামী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছিল। তাঁরা নিজেদের পিবিআই সদস্য পরিচয় দিচ্ছিলেন। এ সময় টহল পুলিশ তাদের কাছে গেলে তাঁরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের মোটরসাইকেলসহ ধরা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও ক্যাপ জব্দ করা হয়।’

ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের রিফ্লেকটিং জ্যাকেট ও ফিল্ড ক্যাপ পরে প্রতারণা করার অপরাধ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আজ (সোমবার) সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত