বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে খুন হন অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম পান্না (৬২)। খুনের পরপরই জড়িত সম্রাট মেন্দি ওরফে খায়রুলকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে দুটি ছুরিসহ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে খায়রুলকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বগুড়া শহরের থানা মোড়ে রেজাউল করিম পান্নাকে ছুরিকাঘাতে খুন করা হয়। এরপর গত শনিবার স্বীকারোক্তিমূলক দেওয়ার পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রেজাউল করিম পান্না গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ছাড়াও দীর্ঘদিন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার বাসিন্দা। আটক খায়রুল একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রেজাউল করিম পান্না শুক্রবার সন্ধ্যার পর ইতিকাফ শেষে বাসায় যান। রাতে তিনি ঈদের বাজার করার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। শহরের থানা মোড়ে তিনি যানজটের কবলে পড়েন। এ সময় তাঁর ওপর হামলা চালান খায়রুল। রেজাউল করিম পান্না মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে তাঁর বুকে ছুরিকাঘাত করেন খায়রুল। এ সময় দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ খায়রুলকে ছুরিসহ আটক করে।
জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, মায়ের জমি আত্মসাৎ করে তাঁর মামা। সেই জমি কিনে নেন রেজাউল করিম পান্না। এ কারণে গত দুই বছর আগে খায়রুল রেজাউল করিম পান্নাকে খুন করার পরিকল্পনা করেন। এর পর থেকেই সুযোগ খুঁজছিলেন তিনি। রেজাউল করিম পান্না সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) মসজিদে ইতিকাফে থাকাকালে খায়রুল মসজিদের ভেতর খুন করার সুযোগ খুঁজতে থাকেন। কিন্তু মসজিদে আরও লোকজন থাকায় ব্যর্থ হন।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খায়রুল শহর থেকে বাসায় ফেরার সময় বড়গোলা এলাকায় রেজাউল করিম পান্নাকে মোটরসাইকেল নিয়ে যানজটে আটকে পড়ে থাকতে দেখেন। এরপর খায়রুল সেখান থেকে ফিরে শহরের চুরিপট্টি থেকে দুটি ছুরি কিনে থানার মোড়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই রেজাউল করিম পান্না মোটরসাইকেলে সেখানে পৌঁছে আবারও যানজটে আটকে পড়েন। এ সময় খায়রুল রেজাউল করিম পান্নার ওপর হামলা করে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে খায়রুলের নামে মামলা করেছেন। গত শনিবার খায়রুলকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যার দায় স্বীকার করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
বগুড়ায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে খুন হন অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম পান্না (৬২)। খুনের পরপরই জড়িত সম্রাট মেন্দি ওরফে খায়রুলকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে দুটি ছুরিসহ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে খায়রুলকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বগুড়া শহরের থানা মোড়ে রেজাউল করিম পান্নাকে ছুরিকাঘাতে খুন করা হয়। এরপর গত শনিবার স্বীকারোক্তিমূলক দেওয়ার পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রেজাউল করিম পান্না গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ছাড়াও দীর্ঘদিন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার বাসিন্দা। আটক খায়রুল একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রেজাউল করিম পান্না শুক্রবার সন্ধ্যার পর ইতিকাফ শেষে বাসায় যান। রাতে তিনি ঈদের বাজার করার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। শহরের থানা মোড়ে তিনি যানজটের কবলে পড়েন। এ সময় তাঁর ওপর হামলা চালান খায়রুল। রেজাউল করিম পান্না মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে তাঁর বুকে ছুরিকাঘাত করেন খায়রুল। এ সময় দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ খায়রুলকে ছুরিসহ আটক করে।
জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, মায়ের জমি আত্মসাৎ করে তাঁর মামা। সেই জমি কিনে নেন রেজাউল করিম পান্না। এ কারণে গত দুই বছর আগে খায়রুল রেজাউল করিম পান্নাকে খুন করার পরিকল্পনা করেন। এর পর থেকেই সুযোগ খুঁজছিলেন তিনি। রেজাউল করিম পান্না সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) মসজিদে ইতিকাফে থাকাকালে খায়রুল মসজিদের ভেতর খুন করার সুযোগ খুঁজতে থাকেন। কিন্তু মসজিদে আরও লোকজন থাকায় ব্যর্থ হন।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খায়রুল শহর থেকে বাসায় ফেরার সময় বড়গোলা এলাকায় রেজাউল করিম পান্নাকে মোটরসাইকেল নিয়ে যানজটে আটকে পড়ে থাকতে দেখেন। এরপর খায়রুল সেখান থেকে ফিরে শহরের চুরিপট্টি থেকে দুটি ছুরি কিনে থানার মোড়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই রেজাউল করিম পান্না মোটরসাইকেলে সেখানে পৌঁছে আবারও যানজটে আটকে পড়েন। এ সময় খায়রুল রেজাউল করিম পান্নার ওপর হামলা করে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে খায়রুলের নামে মামলা করেছেন। গত শনিবার খায়রুলকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যার দায় স্বীকার করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৩ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৪ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২১ দিন আগে