বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে পাঁচজন ছুরিকাহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডের রেলওয়ে মার্কেট এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহতরা হলেন বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), একই এলাকার রাজিব হোসেনের ছেলে সামিত সামিউল (২১), বাবু মিয়ার ছেলে বাপ্পি (২১) চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে রাশেদ (২৫) ও শাজাহানপুর উপজেলার চক দোহার গ্রামের আব্দুল বাছেদ (৬৫)। আব্দুল বাছেদ রেলওয়ে মার্কেটে মালামাল কিনতে এসে হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার তরু নামের এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে রিয়াদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে দুই পক্ষই এলাকা থেকে চলে যান। এরপর রাত পৌনে ৯টার দিকে তরুসহ কয়েকজন যুবক তাঁদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহতেরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে রেলওয়ে মার্কেটে আসা সাধারণ মানুষকে ছুরিকাঘাতের প্রতিবাদে রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীরা আজ দোকান বন্ধ করে বগুড়া শহরের স্টেশন রোড অবরোধ করেন।
ব্যবসায়ীদের দাবি, রেলওয়ে মার্কেটে গলির মধ্যে হরিজন কলোনির আশপাশে সন্ধ্যার পর মাদক বিক্রি হয়। মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সেখানে মারধরের ঘটনা ঘটে।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, আহতদের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি। তবে ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিলেন। পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন।
বগুড়ায় মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে পাঁচজন ছুরিকাহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডের রেলওয়ে মার্কেট এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহতরা হলেন বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), একই এলাকার রাজিব হোসেনের ছেলে সামিত সামিউল (২১), বাবু মিয়ার ছেলে বাপ্পি (২১) চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে রাশেদ (২৫) ও শাজাহানপুর উপজেলার চক দোহার গ্রামের আব্দুল বাছেদ (৬৫)। আব্দুল বাছেদ রেলওয়ে মার্কেটে মালামাল কিনতে এসে হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার তরু নামের এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে রিয়াদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে দুই পক্ষই এলাকা থেকে চলে যান। এরপর রাত পৌনে ৯টার দিকে তরুসহ কয়েকজন যুবক তাঁদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহতেরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে রেলওয়ে মার্কেটে আসা সাধারণ মানুষকে ছুরিকাঘাতের প্রতিবাদে রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীরা আজ দোকান বন্ধ করে বগুড়া শহরের স্টেশন রোড অবরোধ করেন।
ব্যবসায়ীদের দাবি, রেলওয়ে মার্কেটে গলির মধ্যে হরিজন কলোনির আশপাশে সন্ধ্যার পর মাদক বিক্রি হয়। মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সেখানে মারধরের ঘটনা ঘটে।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, আহতদের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি। তবে ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিলেন। পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৭ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১০ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫