Ajker Patrika

বাগমারায় নির্বাচনী প্রচারণায় ধর্ষণের শিকার সংরক্ষিত প্রার্থী, অভিযুক্তরা গ্রেপ্তার

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২৪
বাগমারায় নির্বাচনী প্রচারণায় ধর্ষণের শিকার সংরক্ষিত প্রার্থী, অভিযুক্তরা গ্রেপ্তার

আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ব্যক্তিগত প্রচারণা চালাতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সদস্য প্রার্থী। এ ঘটনায় ওই নারী প্রার্থী বাগমারা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় (১৫ সেপ্টেম্বর) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার সময় ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনার দিনই বাগমারা থানায় মামলা করেন ভুক্তভোগী ওই প্রার্থী। রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন বাগমারা উপজেলা মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)। পরে তাঁদের জেল হাজতে পাঠানো হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচারণার জন্য গত ১৫ সেপ্টেম্বর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বাগমারা উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় যান ভুক্তভোগী প্রার্থী। প্রচারণা শেষ বাড়ি ফেরার পথে পাঁচজন যুবক তাঁর গতি রোধ করেন। এ সময় ওই নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন তাঁরা। এ ঘটনার পরে অসুস্থ হয়ে পড়েন ওই নারী প্রার্থী। পরে তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়।

উপজেলার তিন এলাকার সংরক্ষিত সদস্য পদে ভোট করবেন তিনি।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘বিভিন্ন ইউনিয়নে প্রচারণা করতে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। পরদিন অন্য ইউনিয়নে প্রচারণার জন্য ওই দিন প্রচারণা শেষ করে মেয়ের বাসায় যাচ্ছিলাম। পথে বৃষ্টি এলে ওই এলাকার মোড়ে একটি চায়ের স্টলে জায়গা নিই। সে সময় বিদ্যুৎ চলে গেলে কয়েকজন মিলে আমাকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। ওই সময় আমার সাথে তারা এ ঘটনা ঘটায়। পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন উদ্ধার করে এবং তাদের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হই। চিকিৎসকের পরামর্শে রাতেই থানায় এসে ধর্ষণ মামলা দায়ের করি।’

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নারী প্রার্থীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় এরই মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত