নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় একটি বাসা থেকে বাবা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
মৃতরা হলেন আবদুল কাইয়ুম সরদার (৩২) ও তাঁর দুই বছরের সন্তান আহনাব শাকিল।
জানা গেছে, আবদুল কাইয়ুম নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় পাঁচতলা ভবনে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালের খামার গ্রামে। তিনি ওই গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আবদুল কাইয়ুম সরদার গত ২০১৯ সালের জানুয়ারিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ফকিরগঞ্জ এলাকার বাসিন্দা আসাদ আলীর মেয়ে ছালমা খাতুনকে (২১) বিয়ে করেন। বিয়ের পর থেকে কাইয়ুম সরদার স্ত্রীকে নিয়ে তাঁর কর্মস্থল নেত্রকোনায় বসবাস করছিলেন। ওই বছরের ডিসেম্বরে তাঁদের একটি ছেলেসন্তানের জন্ম হয়। গত এক বছর ধরে নাগড়া এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন। আজ বৃহস্পতিবার সকালে আবদুল কাইয়ুম সরদার ও তাঁর দুই বছরের শিশুর মৃত্যুর খবর শুনে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
আবদুল কাইয়ুমের স্ত্রী ছালমা খাতুন জানান, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাবার খেয়ে ১টার দিকে তাঁরা এক বিছানায় তিনজন ঘুমিয়ে পড়েন। আজ ভোর ৫টার দিকে জেগে পাশের কক্ষে ফ্যানের সঙ্গে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি রশি কেটে মরদেহ দুটি নামিয়ে ফেলেন। এরপর বাসার দরজা খুলে বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য বাবা ও শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
নেত্রকোনায় একটি বাসা থেকে বাবা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
মৃতরা হলেন আবদুল কাইয়ুম সরদার (৩২) ও তাঁর দুই বছরের সন্তান আহনাব শাকিল।
জানা গেছে, আবদুল কাইয়ুম নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় পাঁচতলা ভবনে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালের খামার গ্রামে। তিনি ওই গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আবদুল কাইয়ুম সরদার গত ২০১৯ সালের জানুয়ারিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ফকিরগঞ্জ এলাকার বাসিন্দা আসাদ আলীর মেয়ে ছালমা খাতুনকে (২১) বিয়ে করেন। বিয়ের পর থেকে কাইয়ুম সরদার স্ত্রীকে নিয়ে তাঁর কর্মস্থল নেত্রকোনায় বসবাস করছিলেন। ওই বছরের ডিসেম্বরে তাঁদের একটি ছেলেসন্তানের জন্ম হয়। গত এক বছর ধরে নাগড়া এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন। আজ বৃহস্পতিবার সকালে আবদুল কাইয়ুম সরদার ও তাঁর দুই বছরের শিশুর মৃত্যুর খবর শুনে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
আবদুল কাইয়ুমের স্ত্রী ছালমা খাতুন জানান, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাবার খেয়ে ১টার দিকে তাঁরা এক বিছানায় তিনজন ঘুমিয়ে পড়েন। আজ ভোর ৫টার দিকে জেগে পাশের কক্ষে ফ্যানের সঙ্গে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি রশি কেটে মরদেহ দুটি নামিয়ে ফেলেন। এরপর বাসার দরজা খুলে বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য বাবা ও শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫