Ajker Patrika

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ  

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫: ১৪
Thumbnail image

ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে  ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে । উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কূলধুরুয়া গ্রামে দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল মাহমুদ তামীম ওই মাদ্রাসার প্রধান শিক্ষক।  ভুক্তভোগী মাদ্রাসাছাত্র জানান,  ছাত্রদের দিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শরীর ম্যাসাজ করাত। তারপর একই ছাত্রের ওপর চালাত যৌন নিপীড়ন। তার এমন কর্মকাণ্ডে প্রতি মাসে একেক ছাত্র যৌন নির্যাতনের শিকার হতো।  

 ভুক্তভোগী ছাত্র গত রোববার মাদ্রাসার প্রধান শিক্ষক শাকিল মাহমুদ তামীম বেড়াতে যাওয়ার সুযোগে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। ভুক্তভোগী মাদ্রাসাছাত্র কেন্দুয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বাড়িতে গিয়ে মায়ের কাছে প্রধান শিক্ষকের বিকৃত যৌনাচারের কথা মুখ খুলে জানায় এবং অসহায়ত্ব প্রকাশ করে। 

পরে গতকাল সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্র তার মাকে নিয়ে নান্দাইল মডেল থানায় ওই শিক্ষকের বিচার চাইতে আসেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক রয়েছে। 

কূলধুরুয়া গ্রামের মো. শরিফ হাসান বলেন, বাড়ির পাশে মাদ্রাসায় এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড হবে তা খুবই দুঃখজনক। তদন্তে প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করছি। 

মোশারফ হোসেন রিয়াদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক ছাত্রের ওপর যৌন নিপীড়ন কাম্য নয়। এতে ছাত্ররা মানসিকভাবে ভেঙে পড়ে। 

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক থাকায় তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ছাত্র তার মাকে নিয়ে এসে থানায় অভিযোগ করেছে। তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত