Ajker Patrika

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

প্রতিনিধি, শেরপুর
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

শেরপুরের ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন এক কৃষক। আজ শনিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক মো. রেজাউল ইসলাম (৩৫) ওই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকার কৃষক মো. শফিউল্লাহ ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় ধান খেতের আইলে বৈদ্যুতিক তার বিছিয়ে রেখেছিলেন। বেলা সাড়ে ৫টার দিকে রেজাউল ইসলাম তাঁর ধান খেতে কীটনাশক দিয়ে ফিরছিলেন। এ সময় শফিউল্লাহর জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যান। পরে আশপাশের লোকজন রেজাউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত