Ajker Patrika

শেরপুরে স্ত্রী-শাশুড়ি ও শ্বশুরকে কুপিয়ে হত্যা, আহত ৩

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে স্ত্রী-শাশুড়ি ও শ্বশুরকে কুপিয়ে হত্যা, আহত ৩

শেরপুরের শ্রীবরদীতে দা দিয়ে কুপিয়ে স্ত্রী মনিরা বেগম (৩৫), শাশুড়ি শেফালী বেগম (৫০) ও জ্যাঠা শ্বশুর আলহাজ্ব মো. মাহামুদকে (৬৫) হত্যা করেছে স্বামী মিন্টু মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন মনিরার বাবা মনু মিয়া, ভাই শাহাদাৎ হোসেন ও চাচি ছাহেরা বেগম।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরার সঙ্গে পার্শ্ববর্তী গেরামারা গ্রামের হাই উদ্দিনের ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি দাম্পত্যে কলহের জেরে মিন্টু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বোরকা পরে দা নিয়ে শ্বশুর বাড়িতে হামলা করে। দা দিয়ে কুপিয়ে স্ত্রী মনিরা বেগমকে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে শাশুড়ি শেফালী খাতুন, শ্বশুর মনু মিয়া, জ্যাঠা শ্বশুর মাহামুদ, জ্যাঠা শাশুড়ি বাচ্চুনি ও শ্যালক শাহাদৎকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার পার্শ্ববর্তী বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেফালী বেগম ও মাহমুদকে মৃত ঘোষণা করেন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত