Ajker Patrika

দুই গারো স্কুলছাত্রী গণধর্ষণের মামলার ৫ আসামির ২ দিনের রিমান্ড

ময়মনসিংহ প্রতিনিধি
দুই গারো স্কুলছাত্রী গণধর্ষণের মামলার ৫ আসামির ২ দিনের রিমান্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই কিশোরী স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। 

আজ রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চতুর্থ বিচারিক আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া আসামিরা হলেন, শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়া (২১)। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। শনিবার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ গাজীপুর ও জেলার বিভিন্নস্থান থেকে পাঁচজনকে এবং র্যাব-১৪ এর একটি দল মামলার প্রধান আসামি রিয়াদকে জেলার গফরগাঁও থেকে গ্রেপ্তার করে। 

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাতে জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন দুই কিশোরী। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার এক কিশোরীর বাবা। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠে জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটের গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত