Ajker Patrika

দুর্গাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সামছুল মিয়া (৬০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রোববার বিকেলে পৌর এলাকার বুরুঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় একটি মাঠে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় পার্শ্ববর্তী চকলেংগুরা গ্রামের সামছুল মিয়া (৬০) শিশুটিকে ডেকে বলেন তোমার বাবা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। সেখানে তোমাকে নিয়ে যেতে বলেছে। এ কথা শুনে শিশুটি তাঁর সঙ্গে গেলে সামছুল তাঁকে কুমড়া খেতে নিয়ে যায়। শিশুটি ওই জায়গায় তার বাবাকে না পেয়ে বাসায় আসতে চাইলে সামছুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। 

অপরদিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও বাড়ি না ফেরায় শিশুটির পরিবার তাকে খুঁজতে শুরু করে। পথিমধ্যে শিশুটিকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে দেখে তার পরিবার। কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে সবকিছু বলতে থাকে এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে শিশুটির পরিবার আজ দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সামছুল মিয়াকে পৌর শহরের বুরঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত