Ajker Patrika

চতুর্থবারের মতো ভবন নির্মাণের কাজ বন্ধ করল মসিক

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১: ৫৬
চতুর্থবারের মতো ভবন নির্মাণের কাজ বন্ধ করল মসিক

ময়মনসিংহে সিটি করপোরেশনের আংশিক জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চতুর্থবারের মতো বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এ কাজ বন্ধ করা হয়। 

জানা যায়, ময়মনসিংহের নতুন বাজার রেল ক্রসিং-সংলগ্ন মাকরজানি খালের পাশে সিটি করপোরেশনের আংশিক জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। এর আগেও এ কাজ তিন দফায় বন্ধ করা হয়। কিন্তু পুনরায় আবার নির্মাণকাজ শুরু করায় গতকাল তা চতুর্থবারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
 
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভবন মালিক আব্দুর রহিমের উদ্দেশে বলেন, নিয়মনীতি না মেনে পুনরায় নির্মাণকাজ শুরু করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত