Ajker Patrika

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, সকালে মৃতদেহ উদ্ধার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, সকালে মৃতদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরীতে পুলিশের ধাওয়ায় নদীতে ডুবে মো. সজিবুল তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় জুয়া খেলার অপরাধে ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করেছে পুলিশ। সজিবুলও জুয়াড়ি বলে দাবি পুলিশের।

আজ শুক্রবার খালিয়াজু থানার ওসি মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে এ ঘটনা ঘটে। সজিবুল বল্লী গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, বল্লী গ্রামের কদমতলা এলাকার একটি বাড়িতে জুয়ার আসর বসেছে—এমন গোপন খবরে অভিযান চালায় পুলিশ। পুলিশ দেখে পালানোর সময় নয়জন জুয়াড়িকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা অপর জুয়াড়ি সজিবুল নদীতে ঝাঁপ দেন। সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।  

খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, ‘জুয়া খেলার খবরে অভিযান চালায় পুলিশ। বিষয়টি টের পেয়ে সজিবুল পানিতে লাফ দিয়ে ডুবে যান। বয়স্ক হওয়ায় হয়তো আর সাঁতরে তীরে উঠতে পারেননি। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটককৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত