বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে পশু চিকিৎসক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু ও প্রসূতি হত্যার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত বুধবার বেলা ২টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে অস্ত্রোপচারের পর প্রসূতি ও নবজাতকের মৃত্যুর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরীফা আক্তার (২০) একই উপজেলার চন্দ্রপুর গ্রামের বাক্প্রতিবন্ধী হাইছ উদ্দিনের মেয়ে। গত বছর সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় বিয়ে হয় তাঁর। স্বামীর নাম মহসিন মিয়া। আর অভিযুক্ত পশু চিকিৎসক পাশের জীবনপুর গ্রামের আবুল কাশেম।
জানা গেছে, প্রসবে সমস্যা হওয়ায় ওই পশু চিকিৎসক এপিসিওটমি করেন। এপিসিওটমি হলো যোনি এবং পায়ুপথের মধ্যবর্তী অংশ কেটে প্রসব সহজ করা। এতে ওই নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণেই মারা যান তিনি। নবজাতকও মারা যায়।
গতকাল বৃহস্পতিবার রাতে শরীফার স্বামী মহসিন মিয়া বাদী হয়ে পশু চিকিৎসক আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এদিন সকালে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চিকিৎসক আবুল কাশেমকে আটক করে পুলিশ। পরে রাতে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠায় পুলিশ।
বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।’
অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে পশু চিকিৎসক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু ও প্রসূতি হত্যার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত বুধবার বেলা ২টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে অস্ত্রোপচারের পর প্রসূতি ও নবজাতকের মৃত্যুর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরীফা আক্তার (২০) একই উপজেলার চন্দ্রপুর গ্রামের বাক্প্রতিবন্ধী হাইছ উদ্দিনের মেয়ে। গত বছর সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় বিয়ে হয় তাঁর। স্বামীর নাম মহসিন মিয়া। আর অভিযুক্ত পশু চিকিৎসক পাশের জীবনপুর গ্রামের আবুল কাশেম।
জানা গেছে, প্রসবে সমস্যা হওয়ায় ওই পশু চিকিৎসক এপিসিওটমি করেন। এপিসিওটমি হলো যোনি এবং পায়ুপথের মধ্যবর্তী অংশ কেটে প্রসব সহজ করা। এতে ওই নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণেই মারা যান তিনি। নবজাতকও মারা যায়।
গতকাল বৃহস্পতিবার রাতে শরীফার স্বামী মহসিন মিয়া বাদী হয়ে পশু চিকিৎসক আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এদিন সকালে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চিকিৎসক আবুল কাশেমকে আটক করে পুলিশ। পরে রাতে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠায় পুলিশ।
বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪