Ajker Patrika

চুরি করে মালিকের সঙ্গে থানায় অভিযোগ জানাতে যায় চোর

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২২, ২১: ১৬
চুরি করে মালিকের সঙ্গে থানায় অভিযোগ জানাতে যায় চোর

নেত্রকোনার মোহনগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে মেহেদি হাসান সুজাত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পৌর শহরের আখড়া রোড থেকে গ্রেপ্তার করা হয় সুজাতকে। 

গ্রেপ্তার মেহেদি হাসান সুজাত বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের আ. হাশিমের ছেলে। জানা গেছে, মোটরসাইকেলের মালিক রফিকুল ইসলামের বাড়ি বারহাট্টা উপজেলার চাটটা গ্রামে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মোহনগঞ্জে কর্মরত। সুজাত আর রফিকুল দুজন বন্ধু ছিলেন। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের আখড়া রোডে আনন্দ হোটেলের সামনে মোটরসাইকেল রেখে কাজে যান রফিকুল। পরে দুপুর ২টার দিকে এসে দেখেন মোটরসাইকেল নেই। দিনভর খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানান। এ সময় সুজাতও তাঁর সঙ্গে থানায় যান অভিযোগ জানাতে। পরে আশপাশের সিসি ক্যামেরায় স্পষ্ট কারও চেহারা না দেখা গেলেও মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সুজাতের শার্টের কিছু অংশ দেখা যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি। 

অভিযানের নেতৃত্বে থাকা মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘আশপাশের দোকানে সিসি ক্যামেরা আছে জেনেই এদিন বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ যেতেই মোটরসাইকেল নিয়ে পালান সুজাত। পরে পুরোটা সময় মোটরসাইকেলের মালিকের সঙ্গে খোঁজাখুঁজিও করেন তিনি। এমনকি থানায় অভিযোগ করার সময়ও তিনি সঙ্গে ছিলেন। বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরায় ভিডিও থাকবে না এটা তিনি নিশ্চিত ছিলেন। পরে একপর্যায়ে পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সামান্য একটু দৃশ্য ধরা পড়ে। এতে কারও চেহারা স্পষ্ট বোঝা না গেলেও সুজাতের শার্টের একটু অংশ দেখতে পাই। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজাতের নামে মামলা করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত