কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্কুলছাত্র নয়ন মিয়া (১২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আসামিরা হলেন, উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২২) ও একই গ্রামের লিটন মিয়ার ছেলে আসাদুল হক (২৪)।
থানা-পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় স্কুলছাত্র নয়ন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী নয়ন হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়।
থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার অপর দুই আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত রোববার রাতে পানগাঁও গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে নয়নের বাবা আবদুল ওয়াদুদ বলেন, ‘আমার কলিজার টুকরা একমাত্র ছেলেকে যারা খুন করছেন, তাঁদের ফাঁসি চাই।’
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্কুলছাত্র নয়ন মিয়া (১২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আসামিরা হলেন, উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২২) ও একই গ্রামের লিটন মিয়ার ছেলে আসাদুল হক (২৪)।
থানা-পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় স্কুলছাত্র নয়ন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী নয়ন হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়।
থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার অপর দুই আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত রোববার রাতে পানগাঁও গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে নয়নের বাবা আবদুল ওয়াদুদ বলেন, ‘আমার কলিজার টুকরা একমাত্র ছেলেকে যারা খুন করছেন, তাঁদের ফাঁসি চাই।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪