Ajker Patrika

গফরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ১০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১১: ০২
গফরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ১০

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ৩৫ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) চিফ জুডিশিয়াল আদালতে গ্রেপ্তারকৃতদের পাঠানো হলে বিচারক দেওয়ান মনিজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পাগলা থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই দিন রাতেই অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজীব (৩৯), আল আমিন (৩৫), হানিফা মিয়া (৩০), মোস্তফা (৪৫), জুয়েল কুমার (২৮), মানিক (৫৬), শারিফুল (৩০), মনির (৩২), বাবুল (৩৬) ও জাকির (৩০)। 

এ বিষয়ে পাগলা থানার পরিদর্শক (তদন্ত) সজীব রহমান বলেন, ‘ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি ভালুকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওই নারী পাগলা থানা এলাকার সজীব ও হানিফার পূর্বপরিচিত। ঘটনার দিন রাতে সজীব ওই নারীকে ফোন করে কাজা গ্রামে আসতে বলেন। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। পরে পাগলা থানার পুলিশ ওই নারীকে কাজা গ্রাম থেকে উদ্ধার করে। অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তারের পর ওই নারী বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত