Ajker Patrika

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় করা মামলায় এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। এর আগে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আ. লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, মমতাজ উদ্দিন, নোমান মিয়া, ফাখরুল ইসলাম, আনিছুর রহমান গোলাম, ইউছুফ আলী, মো. ইসলাম, সাইফুল ইসলাম ও রিপন মিয়া।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৭ম ধাপের ইউপি নির্বাচনের দিন গত ৭ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি সকালে জয়ী মেম্বার আবুল বাশার ও তাঁর স্বজনদের বাড়িতে পরাজিত মেম্বার প্রার্থী ফাখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকেরা হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় গতকাল রাতে নির্বাচিত মেম্বার আবুল বাশার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মামলা দায়ের পর আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত