দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাইদুল ইসলাম নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং বিজিবির এক সদস্যও আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারি-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক মো. আরিফুর রহমান এ তথ্য জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বারমারী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক প্রবেশের খবরের ভিত্তিতে বারমারী বিওপির সদস্যরা শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লক্ষ্মীপুর এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারির দল বাংলাদেশ থেকে মাথায় করে সুপারির বস্তা নিয়ে ভারতে প্রবেশ করছিল। তখন তাঁদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দা ও লাঠিসোঁটা দিয়ে বিজিবির সদস্যদের ওপর আক্রমণ করে। চোরাকারবারিদের দায়ের কোপে বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে তিনি গুলি করলে চোরাকারবারি আমিনুল ও জাইদুল গুলিবিদ্ধ হন।
পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য জাইদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে সাত বস্তা সুপারি জব্দ করেছে বিজিবি।
ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের ইদ্রিস আলী ও আব্দুল মালেক জানান, তারাবি নামাজ চলাকালীন হঠাৎ দুটি গুলির শব্দ পান তাঁরা। তড়িঘড়ি করে নামাজ শেষে ঘটনাস্থলে যেতে চাইলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় জাইদুলকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিজিবি সদস্যরা পুরো গ্রাম ঘিরে রেখে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলামের লাশ টেনেহিঁচড়ে সীমান্ত সড়কে এনে দুর্গাপুর হাসপাতালে পাঠায়। পরে তাঁরা জানতে পারেন, বিজিবির গুলিতেই আমিনুল নিহত হয়েছেন।
এ নিয়ে জানতে চাইলে নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, ‘আমার ছেলে দিনমজুরের কাজ করত। ওই এলাকার সুপারি ব্যবসায়ীরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। কিন্তু বিজিবির সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে মারধর করে এবং প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।’
দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আমিনুলের মরদেহ আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ নিয়ে বিজিবির পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। হাবিলদার মিনহাজ উদ্দিনকে মারধরের ঘটনায় বারমারী বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. আইনুল হক বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করছেন।
নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাইদুল ইসলাম নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং বিজিবির এক সদস্যও আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারি-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক মো. আরিফুর রহমান এ তথ্য জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বারমারী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক প্রবেশের খবরের ভিত্তিতে বারমারী বিওপির সদস্যরা শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লক্ষ্মীপুর এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারির দল বাংলাদেশ থেকে মাথায় করে সুপারির বস্তা নিয়ে ভারতে প্রবেশ করছিল। তখন তাঁদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দা ও লাঠিসোঁটা দিয়ে বিজিবির সদস্যদের ওপর আক্রমণ করে। চোরাকারবারিদের দায়ের কোপে বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে তিনি গুলি করলে চোরাকারবারি আমিনুল ও জাইদুল গুলিবিদ্ধ হন।
পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য জাইদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে সাত বস্তা সুপারি জব্দ করেছে বিজিবি।
ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের ইদ্রিস আলী ও আব্দুল মালেক জানান, তারাবি নামাজ চলাকালীন হঠাৎ দুটি গুলির শব্দ পান তাঁরা। তড়িঘড়ি করে নামাজ শেষে ঘটনাস্থলে যেতে চাইলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় জাইদুলকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিজিবি সদস্যরা পুরো গ্রাম ঘিরে রেখে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলামের লাশ টেনেহিঁচড়ে সীমান্ত সড়কে এনে দুর্গাপুর হাসপাতালে পাঠায়। পরে তাঁরা জানতে পারেন, বিজিবির গুলিতেই আমিনুল নিহত হয়েছেন।
এ নিয়ে জানতে চাইলে নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, ‘আমার ছেলে দিনমজুরের কাজ করত। ওই এলাকার সুপারি ব্যবসায়ীরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। কিন্তু বিজিবির সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে মারধর করে এবং প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।’
দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আমিনুলের মরদেহ আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ নিয়ে বিজিবির পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। হাবিলদার মিনহাজ উদ্দিনকে মারধরের ঘটনায় বারমারী বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. আইনুল হক বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করছেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫