দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাইদুল ইসলাম নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং বিজিবির এক সদস্যও আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারি-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক মো. আরিফুর রহমান এ তথ্য জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বারমারী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক প্রবেশের খবরের ভিত্তিতে বারমারী বিওপির সদস্যরা শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লক্ষ্মীপুর এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারির দল বাংলাদেশ থেকে মাথায় করে সুপারির বস্তা নিয়ে ভারতে প্রবেশ করছিল। তখন তাঁদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দা ও লাঠিসোঁটা দিয়ে বিজিবির সদস্যদের ওপর আক্রমণ করে। চোরাকারবারিদের দায়ের কোপে বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে তিনি গুলি করলে চোরাকারবারি আমিনুল ও জাইদুল গুলিবিদ্ধ হন।
পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য জাইদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে সাত বস্তা সুপারি জব্দ করেছে বিজিবি।
ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের ইদ্রিস আলী ও আব্দুল মালেক জানান, তারাবি নামাজ চলাকালীন হঠাৎ দুটি গুলির শব্দ পান তাঁরা। তড়িঘড়ি করে নামাজ শেষে ঘটনাস্থলে যেতে চাইলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় জাইদুলকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিজিবি সদস্যরা পুরো গ্রাম ঘিরে রেখে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলামের লাশ টেনেহিঁচড়ে সীমান্ত সড়কে এনে দুর্গাপুর হাসপাতালে পাঠায়। পরে তাঁরা জানতে পারেন, বিজিবির গুলিতেই আমিনুল নিহত হয়েছেন।
এ নিয়ে জানতে চাইলে নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, ‘আমার ছেলে দিনমজুরের কাজ করত। ওই এলাকার সুপারি ব্যবসায়ীরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। কিন্তু বিজিবির সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে মারধর করে এবং প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।’
দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আমিনুলের মরদেহ আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ নিয়ে বিজিবির পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। হাবিলদার মিনহাজ উদ্দিনকে মারধরের ঘটনায় বারমারী বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. আইনুল হক বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করছেন।
নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাইদুল ইসলাম নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং বিজিবির এক সদস্যও আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারি-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক মো. আরিফুর রহমান এ তথ্য জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বারমারী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক প্রবেশের খবরের ভিত্তিতে বারমারী বিওপির সদস্যরা শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লক্ষ্মীপুর এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারির দল বাংলাদেশ থেকে মাথায় করে সুপারির বস্তা নিয়ে ভারতে প্রবেশ করছিল। তখন তাঁদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দা ও লাঠিসোঁটা দিয়ে বিজিবির সদস্যদের ওপর আক্রমণ করে। চোরাকারবারিদের দায়ের কোপে বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে তিনি গুলি করলে চোরাকারবারি আমিনুল ও জাইদুল গুলিবিদ্ধ হন।
পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য জাইদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে সাত বস্তা সুপারি জব্দ করেছে বিজিবি।
ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের ইদ্রিস আলী ও আব্দুল মালেক জানান, তারাবি নামাজ চলাকালীন হঠাৎ দুটি গুলির শব্দ পান তাঁরা। তড়িঘড়ি করে নামাজ শেষে ঘটনাস্থলে যেতে চাইলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় জাইদুলকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিজিবি সদস্যরা পুরো গ্রাম ঘিরে রেখে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলামের লাশ টেনেহিঁচড়ে সীমান্ত সড়কে এনে দুর্গাপুর হাসপাতালে পাঠায়। পরে তাঁরা জানতে পারেন, বিজিবির গুলিতেই আমিনুল নিহত হয়েছেন।
এ নিয়ে জানতে চাইলে নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, ‘আমার ছেলে দিনমজুরের কাজ করত। ওই এলাকার সুপারি ব্যবসায়ীরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। কিন্তু বিজিবির সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে মারধর করে এবং প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।’
দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আমিনুলের মরদেহ আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ নিয়ে বিজিবির পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। হাবিলদার মিনহাজ উদ্দিনকে মারধরের ঘটনায় বারমারী বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. আইনুল হক বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করছেন।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
৯ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৬ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৬ দিন আগে