প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ)
স্কুলের প্রধান শিক্ষকের মোটরসাইকেল, দোকানের তালা কেটে ক্যাশবাক্স থেকে নগদ টাকা, জানালার গ্রিল কেটে ঘরের ভেতর থেকে বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি চুরি হওয়াটা এখন ময়মনসিংহের হালুয়াঘাটে নৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। হালুয়াঘাট উপজেলা শহরে চোরের হাত থেকে কিছুই বাঁচছে না। গবাদিপশু থেকে শুরু করে মোটরসাইকেল সবই চুরি যাচ্ছে। কিন্তু এখন অপরাধী চক্রকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শঙ্কা দুইই বেড়ে চলেছে।
গত কয়েক দিন ধরে চুরি ভীষণভাবে বেড়ে গেছে। গবাদিপশু, মোটরসাইকেল, নিত্যপণ্য, নগদ টাকা, বিভিন্ন সরঞ্জাম চুরি হচ্ছে। বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ কিছুই বাদ যাচ্ছে না চোরের উপদ্রব থেকে। ভুক্তভোগীর তালিকায় কে নেই? ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক—সব শ্রেণির মানুষই শিকার হচ্ছেন।
তবে অজ্ঞাত এই চোর বা চোর চক্রের নজর মোটরসাইকেলের ওপরই বেশ। গত কয়েক দিনে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলগুলো কোনটি রাস্তা বা বাজারে পার্কিং অবস্থা থেকে, কোনটি রাতের বেলা ঘরের বারান্দার গ্রিল ও তালা কেটে, আবার কোনোটি দোকানপাট বা মসজিদের সামনে থেকে চুরি হয়েছে।
হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাবের বাসার তালা ভেঙে গতকাল বুধবার ১২৫ সিসি সুজকি মোটরসাইকেল চুরি করা হয়। তিনি মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ চোর শনাক্তের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন আবদুল ওয়াহাব।
একই দিনে জনতা ভ্যারাইটিজ স্টোর থেকে তালা কেটে ক্যাশবাক্স থেকে নগদ টাকা, মোবাইল ফোন, বিক্রির জন্য রাখা ৪ হাজার টাকা সমমূল্যের মিনিট কার্ড চুরি যায়। এর কয়েক দিন আগে সাংবাদিক লিটনের মোটরসাইকেল চুরির কথাও এখানে উল্লেখযোগ্য।
ভুক্তভোগী জনতা ভ্যারাইটিজ স্টোরের মালিক হুমায়ুন কবির বলেন, রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ ৮ হাজার টাকা, মোবাইল ফোন ও ৪ হাজার টাকার সমমূল্যের মিনিট কার্ড ছিল। এগুলো চোর নিয়ে গেছে। এক রকম আতঙ্কে আছি।
একদিনে সবচেয়ে বড় চুরির ঘটনা গত ৩১ জুলাইয়ের। ওই দিন হালুয়াঘাট শহরের পাঁচটি দোকান থেকে চুরি হয়। এর কয়েক দিন পর গত ৬ আগস্ট রাতে পৌরসভার উত্তর খয়রাকুড়ি থেকে হালুয়াঘাট শহীদস্মৃতি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক স্বপন কুমার ধরের বাসার তিনটি তালা ভেঙে ১১০ সিসির হোন্ডা লিভো ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি হয়।
উদ্বেগজনকভাবে চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে শহরবাসী। এ ঘটনায় থানায় বেশ কয়েকটি লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ চোরদের এখনো চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বপন কুমার ধর। মোটরসাইকেল চুরির ঘটনায় হালুয়াঘাট থানায় প্রয়োজনীয় সহযোগিতা চেয়েও পাননি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই ধরনের অভিযোগ জানিয়েছেন আরও অনেকে। চুরির ঘটনাগুলো তদন্ত করে চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন শহরবাসী।
চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ীরা ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছেন। সমিতির অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় আমরা বাজারে পর্যাপ্ত পাহারাদারের ব্যবস্থা করতে পারছি না। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনতিবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘সম্প্রতি চুরি বৃদ্ধির ঘটনায় আমরা উদ্বিগ্ন। চুরি ঠেকাতে রাতে টহল জোরদারসহ আমরা আমাদের তৎপরতা বাড়িয়েছি। তা ছাড়া চোরের সংঘবদ্ধ চক্রটিকে ধরার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
স্কুলের প্রধান শিক্ষকের মোটরসাইকেল, দোকানের তালা কেটে ক্যাশবাক্স থেকে নগদ টাকা, জানালার গ্রিল কেটে ঘরের ভেতর থেকে বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি চুরি হওয়াটা এখন ময়মনসিংহের হালুয়াঘাটে নৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। হালুয়াঘাট উপজেলা শহরে চোরের হাত থেকে কিছুই বাঁচছে না। গবাদিপশু থেকে শুরু করে মোটরসাইকেল সবই চুরি যাচ্ছে। কিন্তু এখন অপরাধী চক্রকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শঙ্কা দুইই বেড়ে চলেছে।
গত কয়েক দিন ধরে চুরি ভীষণভাবে বেড়ে গেছে। গবাদিপশু, মোটরসাইকেল, নিত্যপণ্য, নগদ টাকা, বিভিন্ন সরঞ্জাম চুরি হচ্ছে। বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ কিছুই বাদ যাচ্ছে না চোরের উপদ্রব থেকে। ভুক্তভোগীর তালিকায় কে নেই? ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক—সব শ্রেণির মানুষই শিকার হচ্ছেন।
তবে অজ্ঞাত এই চোর বা চোর চক্রের নজর মোটরসাইকেলের ওপরই বেশ। গত কয়েক দিনে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলগুলো কোনটি রাস্তা বা বাজারে পার্কিং অবস্থা থেকে, কোনটি রাতের বেলা ঘরের বারান্দার গ্রিল ও তালা কেটে, আবার কোনোটি দোকানপাট বা মসজিদের সামনে থেকে চুরি হয়েছে।
হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাবের বাসার তালা ভেঙে গতকাল বুধবার ১২৫ সিসি সুজকি মোটরসাইকেল চুরি করা হয়। তিনি মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ চোর শনাক্তের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন আবদুল ওয়াহাব।
একই দিনে জনতা ভ্যারাইটিজ স্টোর থেকে তালা কেটে ক্যাশবাক্স থেকে নগদ টাকা, মোবাইল ফোন, বিক্রির জন্য রাখা ৪ হাজার টাকা সমমূল্যের মিনিট কার্ড চুরি যায়। এর কয়েক দিন আগে সাংবাদিক লিটনের মোটরসাইকেল চুরির কথাও এখানে উল্লেখযোগ্য।
ভুক্তভোগী জনতা ভ্যারাইটিজ স্টোরের মালিক হুমায়ুন কবির বলেন, রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ ৮ হাজার টাকা, মোবাইল ফোন ও ৪ হাজার টাকার সমমূল্যের মিনিট কার্ড ছিল। এগুলো চোর নিয়ে গেছে। এক রকম আতঙ্কে আছি।
একদিনে সবচেয়ে বড় চুরির ঘটনা গত ৩১ জুলাইয়ের। ওই দিন হালুয়াঘাট শহরের পাঁচটি দোকান থেকে চুরি হয়। এর কয়েক দিন পর গত ৬ আগস্ট রাতে পৌরসভার উত্তর খয়রাকুড়ি থেকে হালুয়াঘাট শহীদস্মৃতি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক স্বপন কুমার ধরের বাসার তিনটি তালা ভেঙে ১১০ সিসির হোন্ডা লিভো ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি হয়।
উদ্বেগজনকভাবে চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে শহরবাসী। এ ঘটনায় থানায় বেশ কয়েকটি লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ চোরদের এখনো চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বপন কুমার ধর। মোটরসাইকেল চুরির ঘটনায় হালুয়াঘাট থানায় প্রয়োজনীয় সহযোগিতা চেয়েও পাননি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই ধরনের অভিযোগ জানিয়েছেন আরও অনেকে। চুরির ঘটনাগুলো তদন্ত করে চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন শহরবাসী।
চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ীরা ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছেন। সমিতির অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় আমরা বাজারে পর্যাপ্ত পাহারাদারের ব্যবস্থা করতে পারছি না। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনতিবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘সম্প্রতি চুরি বৃদ্ধির ঘটনায় আমরা উদ্বিগ্ন। চুরি ঠেকাতে রাতে টহল জোরদারসহ আমরা আমাদের তৎপরতা বাড়িয়েছি। তা ছাড়া চোরের সংঘবদ্ধ চক্রটিকে ধরার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫