Ajker Patrika

বাগেরহাট ১১৩৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাট ১১৩৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে এক হাজার ১৩৫ পিচ ইয়াবাসহ মো. জুয়েল শেখ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার রাতে বাগেরহাট সদর উপজেলার মৌজার ডাঙ্গা গ্রামের ধীরেন মল্লিক এর পুকুরের পাশ তাঁকে আটক করে র‍্যাব-৬ খুলনার সদস্যরা। এ সময় আটককৃত ব্যাক্তির ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়। 

সোমবার সকালে র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আটককৃত জুয়েল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতি গ্রামের কুদ্দুস শেখের ছেলে। 

বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ১৩৫ পিচ ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুয়েলকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেন জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত