Ajker Patrika

স্ত্রীর ওপর অভিমান করে পেটে কাঁচি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি, শৈলকুপা (ঝিনাইদহ) 
স্ত্রীর ওপর অভিমান করে পেটে কাঁচি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা

ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীর ওপর অভিমান করে নিজের পেটে কাঁচি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে কামাল হোসেন (২০) নামের এক যুবক। গত শনিবার রাতে ঝিনাইদহের শৈলকুপার পৌর এলাকার আউশিয়াতে এ ঘটনা ঘটেছে। 

প্রতিবেশীরা জানান, অসচ্ছল কামাল হোসেন ধার দেনা পরিশোধ করতে স্ত্রীকে এনজিও থেকে টাকা তুলে দিতে বলেন। কিন্তু স্ত্রী তাতে অসম্মতি জানালে শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত কামাল ঘর থেকে কাঁচি নিয়ে তা নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোন ঘটনা তাঁরা জানেন না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে দেখবেন আসলে কি ঘটেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত