Ajker Patrika

সুন্দরবনে হরিণের মাংসসহ দুই শিকারি গ্রেপ্তার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে হরিণের মাংসসহ দুই শিকারি গ্রেপ্তার

সুন্দরবনের কচিখালী এলাকায় হরিণের মাংসসহ দুই শিকারিকে গ্রেপ্তারের পর গতকাল রোববার সন্ধ্যায় তাঁদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। এ সময় হরিণধরা ফাঁদ ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামের মো. ইদ্রিস (৪০) ও চরলাঠিমারা গ্রামের মো. নিজাম (৪৫)।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সবুর জানান, শনিবার রাতে কচিখালীর ডিমেরচর এলাকায় একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামাতে নির্দেশ দেয় বনরক্ষীরা। ট্রলার আরোহীরা ডিমেরচরের কিনারে ট্রলার ভিড়িয়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ওই ট্রলার থেকে দেড় শ ফুট হরিণ ধরা নাইলনের ফাঁদ ও ১৫-১৬ কেজি হরিণের মাংস জব্দ করে। পরে বনের মধ্যে তল্লাশি চালিয়ে দুই শিকারিকে আটক করে। 

শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার সুফল রায় বলেন, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় বন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের রোববার সন্ধ্যায় বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত