Ajker Patrika

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির অপরাধে কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮: ৩০
কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির অপরাধে কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা

কুষ্টিয়ার মিরপুরে ভেজাল ও নিম্নমানের সার বাজারজাত করার অপরাধে মিলন আহমেদ (৩২) নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মিলন আহমেদ মিরপুর পৌরসভার থানাপাড়া মহল্লার কামাল উদ্দিনের ছেলে।

মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সে ২০২০ সাল থেকে স্থানীয় থানাপাড়া এলাকায় ম্যারিকো অ্যাগ্রোভেট নামে সারের মোড়কজাত করণের লাইসেন্স নেয়। এরপর নিম্নমানের ভেজাল সার বাইরে থেকে সরবরাহ করে মোড়কজাত করে। এরপর সেটি বাজারে বিক্রি করে।’

আব্দুল আল মামুন আরও বলেন, ‘সারের বিষয়ে সন্দেহ হলে সেটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরে সার পরীক্ষা করে ভেজাল শনাক্ত করা হয়। ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী দোষী সাব্যস্ত হাওয়ায় সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত