Ajker Patrika

অপহরণের পর হত্যা মামলায় ১ জনের ফাঁসি, যাবজ্জীবন ৫

কুষ্টিয়া প্রতিনিধি
অপহরণের পর হত্যা মামলায় ১ জনের ফাঁসি, যাবজ্জীবন ৫

কুষ্টিয়ার কুমারখালীতে অপহরণের পর ইমরান শেখকে হত্যার আলোচিত ঘটনায় একজনের ফাঁসি, তিনজনের আমৃত্যু ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নাম মো. শাহিদুর রহমান। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন, একই উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৫), কুষ্টিয়ার হাউজিং এলাকার ফয়জুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ (২৬) ও কুমারখালী সোন্দাহ গ্রামের সহিদ বিশ্বাসের ছেলে নহিদ বিশ্বাস। 

অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে অনিক হাসান (২২) এবং কুমারখালীর আফাজউদ্দিনের ছেলে ওয়াদুদ রাজু (২২)। 

রায় প্রদান শেষে পুলিশের কঠোর পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মার্চে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কুমারখালী উপজেলা মনোহরপুর গ্রামে যান কলেজছাত্র ইমরান শেখ। এরপরে আর বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজ করতে থাকেন। নিখোঁজের পরের দিন সকালে ইমরানের স্বজনেরা জানতে পারেন সদরপুর ভুট্টা খেতের মধ্যে একটি মাথাবিহীন গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে ইমরান শেখের পরিবারের সদস্যরা তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন। 

এ বিষয়ে ঘটনার পরের দিন নিহতের বাবা বাদশা শেখ বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৭ আগস্টে তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। 

কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, এটি একটি নৃশংস ঘটনা। সাজাপ্রাপ্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে অপহরণের পর ইমরানকে গলা কেটে হত্যা করেন এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল চুরি করে নিয়ে যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত