মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলায় গত ৭ নভেম্বর গরু চুরি করতে গিয়ে গরুর মালিককে ছুরিকাঘাত ও ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চক্রের কাছ থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য জানান।
কামরুল হাসান বলেন, গত বছর ৭ নভেম্বর ভোরে শালিখা উপজেলার পুখরিয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। এ সময় গরুর মালিক সাদ্দাম লস্কর ধাওয়া করে মাগুরা সদরের আসবা এলাকায় গিয়ে তাদের গতিরোধ করেন। তখন সাদ্দামকে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রাক চাপা দিয়ে হত্যা করে চক্রটি। নিহতের স্ত্রী মিতু খাতুন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে মাগুরা সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সালথা উপজেলা থেকে সাদ্দামের চুরি যাওয়া গরুটিসহ চুরিতে ব্যবহৃত ট্রাক ও বিভিন্ন এলাকা থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চোরচক্রের পাঁচ সদস্যকে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—চোরচক্রটির প্রধান সমন্বয়কারী ফরিদপুরের সালথা উপজেলার কামদিয়া গ্রামের মো. মাসুদ (৩০), একই জেলার সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামে মজিবর শিকদারের ছেলে বিল্লাল শিকদার (৩০), বড় কান্দিয়া গ্রামের লালন তালুকদারের ছেলে হাবিল (২৪), মধুখালী থানার চানপুর গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস ও মাগুরা সদর থানার আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে মো. কাজল (২৭)।
পুলিশ কর্মকর্তা কামরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ শিকার করেছেন। চক্রটি ফরিদপুর-মাগুরাসহ গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গরুর মালিকদের গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। সাদ্দামের স্ত্রী আজ গরুটি ফেরত পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জড়িতদের ফাঁসির দাবি জানান।
মাগুরার শালিখা উপজেলায় গত ৭ নভেম্বর গরু চুরি করতে গিয়ে গরুর মালিককে ছুরিকাঘাত ও ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চক্রের কাছ থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য জানান।
কামরুল হাসান বলেন, গত বছর ৭ নভেম্বর ভোরে শালিখা উপজেলার পুখরিয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। এ সময় গরুর মালিক সাদ্দাম লস্কর ধাওয়া করে মাগুরা সদরের আসবা এলাকায় গিয়ে তাদের গতিরোধ করেন। তখন সাদ্দামকে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রাক চাপা দিয়ে হত্যা করে চক্রটি। নিহতের স্ত্রী মিতু খাতুন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে মাগুরা সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সালথা উপজেলা থেকে সাদ্দামের চুরি যাওয়া গরুটিসহ চুরিতে ব্যবহৃত ট্রাক ও বিভিন্ন এলাকা থেকে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চোরচক্রের পাঁচ সদস্যকে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—চোরচক্রটির প্রধান সমন্বয়কারী ফরিদপুরের সালথা উপজেলার কামদিয়া গ্রামের মো. মাসুদ (৩০), একই জেলার সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামে মজিবর শিকদারের ছেলে বিল্লাল শিকদার (৩০), বড় কান্দিয়া গ্রামের লালন তালুকদারের ছেলে হাবিল (২৪), মধুখালী থানার চানপুর গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস ও মাগুরা সদর থানার আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে মো. কাজল (২৭)।
পুলিশ কর্মকর্তা কামরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ শিকার করেছেন। চক্রটি ফরিদপুর-মাগুরাসহ গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গরুর মালিকদের গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। সাদ্দামের স্ত্রী আজ গরুটি ফেরত পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জড়িতদের ফাঁসির দাবি জানান।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে