Ajker Patrika

১৭ লাখ টাকার মেশিন ৭১ লাখে কিনেছিলেন তত্ত্বাবধায়ক

কুষ্টিয়া প্রতিনিধি
Thumbnail image

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য ১৭ লাখ টাকার অ্যানেসথেসিয়া মেশিন ৭১ লাখ টাকায় কিনেছিলেন জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবু হাসানুজ্জামান। হাসপাতালের কাজে ব্যবহৃত এ রকম আরও কিছু যন্ত্রপাতি সরঞ্জাম ক্রয়ে প্রায় ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন তিনি। 

প্রাথমিক তদন্তে এসব দুর্নীতির প্রমাণ পাওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক আবু হাসানুজ্জামানসহ (৬১) তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদক বলছে, এই তিনজন পরস্পর যোগসাজশে ১৭ লাখ টাকার অ্যানেসথেসিয়া মেশিন ৭১ লাখ টাকায় ক্রয় দেখিয়েছেন। যা বাজারদরের চেয়ে অন্তত তিনগুণ বেশি। এ ছাড়া আইআরআর মেশিনসহ আরও কিছু যন্ত্রপাতি তাঁরা তিনগুণ মূল্যে ক্রয় দেখিয়েছেন। দেশের বাজারে প্রতিটি আইআরআর মেশিনের মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা। অথচ তাঁরা এই মেশিন ৬ লাখ টাকায় ক্রয় দেখিয়েছেন। 

এ ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেছেন। 

মামলার অন্য আসামিরা হলেন-ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) মহাখালী কার্যালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট রিপেয়ার কাম ট্রেনিং ইঞ্জিনিয়ার এএইচএম আব্দুল কুদ্দুস (৬১) ও রাজশাহীর কেশবপুর মোড় এলাকার প্যারাগন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. জাহেদুল ইসলাম (৩২)। 

মামলার সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য রাজশাহীর কেশবপুর মোড় এলাকার প্যারাগন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. জাহেদুল ইসলামের কাছ থেকে অস্বাভাবিক দামে চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় করা হয়। হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী সংগ্রহের দরপত্র আহ্বানের আগে মেডিকেল যন্ত্রপাতির বাজার দর যাচাই না করে অধিক দরে কার্যাদেশ দেওয়া হয়। 
এভাবে মেডিকেল যন্ত্রপাতি সংগ্রহ করে এর মূল্য বাবদ সরকারের অতিরিক্ত ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা ক্ষতিসাধন করে পাঁচটি বিলের মাধ্যমে টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন তাঁরা। 

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. এমএ মোমেন বলেন, আমি তিন মাস আগে এই হাসপাতালে যোগ দিয়েছি। এ বিষয়ে আমার জানা নেই। কারণ এ ঘটনার অনেক পরে আমি এখানে যুক্ত হয়েছি। যদি তাঁদের অপরাধ প্রমাণিত হয় তাহলে আমিও অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। 

অস্বাভাবিক দামে যন্ত্রপাতি কেনাকাটার বিষয়ে বক্তব্য জানতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক আবু হাসানুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সাড়া পাওয়া যায়নি। তাঁর ফোন ও হোয়াটস অ্যাপ নম্বরে এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া জানান, আসামিরা পরিকল্পিতভাবে ২০১৮-১৯ অর্থবছরে বাজারদরের চেয়ে বেশি দামে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদকের প্রধান কার্যালয় মামলার অনুমতি দিয়েছে। এখন পূর্ণ তদন্ত শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত