Ajker Patrika

সীমান্তে বিজিবির অভিযানে ১৫১ বোতল মদ জব্দ

প্রতিনিধি
Thumbnail image

জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৫৮ বিজিবি।

গতকাল শনিবার দুপুরে রাজাপুর বিওপি'র ও মাধবখালী বিওপির (৫৮ বিজিবি) জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রাজাপুর সীমান্তে অভিযান চালিয়ে ১১১ বোতল এবং একই গ্রামের মাধবখালী থেকে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত