Ajker Patrika

মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১১: ৫৭
মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

বাগেরহাটের মোংলায় পূর্বশত্রুতার জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। নিহতের নাম মো. শাহিন (৩৫)। গতকাল সোমবার রাতে পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাহিন ছাড়াবাড়ী এলাকার মো. একরামুল হকের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। 

এ ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নিহত শাহিনের বড় বোন খাদিজা বেগম জানান, একই এলাকার মারুফ (৩৫) নামের এক কাঠমিস্ত্রির সঙ্গে তাঁর ভাইয়ের শত্রুতা ছিল। সেই জের ধরেই মারুফ তাঁর ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ খুলনা জেলার কয়রা এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।  

প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাড়াবাড়ী এলাকার রাস্তায় রাত ৮টার দিকে মারুফ নামের এক যুবক শাহিনের পেটের বাম পাশে ছুরি ঢুকিয়ে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। এরপর শাহিনকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাহিনের মৃত্যু হয়। নিহতের পেটের বাম পাশে ছুরির আঘাত রয়েছে। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, শাহীন নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া মারুফকে আটকে পুলিশের তৎপরতা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত