খুলনা প্রতিনিধি
খুলনায় শহরে চিকিৎসা নিতে আসা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
অভিযুক্ত ব্যক্তি খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম (৪৪)। জাহাঙ্গীর আলমের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার বিষ্ণুপুর গ্রামে।
জানা যায়, গত মঙ্গলবার ১১ বছরের মেয়ে ও ভাগনেকে (২৬) নিয়ে খুলনায় চিকিৎসক দেখাতে আসেন গৃহবধূ (২৮)। ওই দিন চিকিৎসকের সিরিয়াল না পাওয়ায় তাঁরা নগরের হাদীস পার্কসংলগ্ন সুন্দরবন আবাসিক হোটেলের দুটি কক্ষ ভাড়া নেন। ৩১৩ নম্বর কক্ষে গৃহবধূ তাঁর মেয়েকে নিয়ে এবং ৩০৮ নম্বর কক্ষে ভাগনে থাকেন। এরপর রাত সোয়া ২টার দিকে হোটেলকক্ষ চেকের নামে হোটেল বয়কে নিয়ে গৃহবধূর কক্ষে ঢোকেন মো. জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর গৃহবধূকে সঙ্গে থাকা মেয়েকে তার কিনা জিজ্ঞেস করেন। এ সময় এসআই হোটেল বয়কে কক্ষ থেকে বের করে দিয়ে মেয়ের সামনে মাকে ধর্ষণ করেন। এর আগে মেয়েকেও ধর্ষণের হুমকি দেন তিনি। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে জাহাঙ্গীর আলম ঘটনাস্থল থেকে চলে যান। বুধবার ধর্ষণের অভিযোগে বিকেলে খুলনা সদর থানায় মামলা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনায় শহরে চিকিৎসা নিতে আসা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
অভিযুক্ত ব্যক্তি খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম (৪৪)। জাহাঙ্গীর আলমের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার বিষ্ণুপুর গ্রামে।
জানা যায়, গত মঙ্গলবার ১১ বছরের মেয়ে ও ভাগনেকে (২৬) নিয়ে খুলনায় চিকিৎসক দেখাতে আসেন গৃহবধূ (২৮)। ওই দিন চিকিৎসকের সিরিয়াল না পাওয়ায় তাঁরা নগরের হাদীস পার্কসংলগ্ন সুন্দরবন আবাসিক হোটেলের দুটি কক্ষ ভাড়া নেন। ৩১৩ নম্বর কক্ষে গৃহবধূ তাঁর মেয়েকে নিয়ে এবং ৩০৮ নম্বর কক্ষে ভাগনে থাকেন। এরপর রাত সোয়া ২টার দিকে হোটেলকক্ষ চেকের নামে হোটেল বয়কে নিয়ে গৃহবধূর কক্ষে ঢোকেন মো. জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর গৃহবধূকে সঙ্গে থাকা মেয়েকে তার কিনা জিজ্ঞেস করেন। এ সময় এসআই হোটেল বয়কে কক্ষ থেকে বের করে দিয়ে মেয়ের সামনে মাকে ধর্ষণ করেন। এর আগে মেয়েকেও ধর্ষণের হুমকি দেন তিনি। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে জাহাঙ্গীর আলম ঘটনাস্থল থেকে চলে যান। বুধবার ধর্ষণের অভিযোগে বিকেলে খুলনা সদর থানায় মামলা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৫ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪